1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষমতা কমানো কৌশলগত

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৭ মে ২০১৪

র‌্যাবকে তার মূল কাজে ফিরিয়ে নেয়া হয়েছে৷ এখন থেকে র‌্যাব টহল, নিরাপত্তা তল্লাশি বা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করবে না৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন কৌশলগত কারণে র‌্যাবের ক্ষমতা কমিয়ে আনা হয়েছে৷

https://p.dw.com/p/1C7Z6
ছবি: Getty Images/AFP

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

বাংলাদেশে ২০০৪ সালে র‌্যাব প্রতিষ্ঠার সময় তাদের সাত ধরণের দায়িত্ব দেয়া হয়েছিল৷ এগুলো হলো অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, সশস্ত্র জঙ্গি ও সন্ত্রাসীদের আটক, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যসহ সবধরনের অবৈধ দ্রব্য উদ্ধার, অন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সরকারি নির্দেশে যে-কোনো অপরাধের তদন্ত করা এবং সরকারের নির্দেশ অনুযায়ী যে-কোনো ধরনের দায়িত্ব পালন করা৷ কিন্তু এর বাইরে আরো কিছু বাড়তি দায়িত্ব পালন করে আসছিল র‌্যাব৷ আর এই দায়িত্ব পালনের সীমারেখাও স্পষ্ট ছিল না৷

র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান জানিয়েছেন, ‘‘এখন থেকে র‌্যাব সদস্যরা নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি, ট্রাফিক নিয়ন্ত্রণ, নিয়মিত টহল, দরপত্র বাক্স পাহারা, জমিজমা ও টাকা লেনদেন-সংক্রান্ত সমস্যা এবং পারিবারিক বিরোধ বা কোনো অনুষ্ঠানের নিরাপত্তা দেয়ার মতো কর্মকাণ্ডে অংশ নেবেন না৷’’ ইতিমধ্যে র‌্যাবের প্রত্যেক ব্যাটালিয়নকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি৷
র‌্যাবের মিডিয়া এবং লিগ্যাল উইং এর পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান, ‘‘বাড়তি দায়িত্ব পালন করতে গিয়ে র‌্যাব সদস্যরা নানা ঝামেলায় জড়িয়ে পড়ছেন৷ কেউ কেউ জড়িয়ে পড়ছেন বেআইনি কাজে, যা নিয়ন্ত্রণে আনতেই এই ব্যবস্থা৷’’ তিনি স্বীকার করেন নারায়ণগঞ্জে সাত জনকে অপহরণ এবং হত্যার ঘটনা তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে৷ তিনি বলেন, বাড়তি চাপ না নিয়ে র‌্যাব সদস্যদের এখন আরো বেশি প্রশিক্ষণ দেয়া হবে৷

এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল মঙ্গলবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠকের পর বলেছেন, ‘‘র‌্যাবকে যখন যেখানে প্রয়োজন কাজে লাগান হবে৷ তবে তাদের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব আছে৷’’ র‌্যাবের ক্ষমতা কমিয়ে আনাকে তিনি কৌশলগত বলে মন্তব্য করেন৷

বৈঠকে উপস্থিত র‌্যাব মহাপরিচালক বলেন, ‘‘সাতটি সুনির্দিষ্ট কাজের বেশি দায়িত্ব না পালনের সিদ্ধান্ত হলেও, রমজান ও ঈদের সময় কমলাপুর রেল স্টেশন, বাস টার্মিনালসহ বিভিন্ন জায়গায় র‌্যাব টহল দেবে৷’’
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘‘আইনে যেভাবে বলা আছে, র‌্যাব সেভাবেই তার দায়িত্ব পালন করবে৷ রমজানের সময় প্রতিবছর যেভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়, এবারও একইভাবে নিয়ন্ত্রণ করা হবে৷’’

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই ক্রসফায়ার, এনকাউন্টার, অপহরণ, গুম, চাঁদাবাজিসহ মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে এই বাহিনী৷ আর সর্বশেষ নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ এবং হত্যার ঘটনায় তিন র‌্যাব কর্মকর্তা জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন৷ এই ঘটনায় শুধু সংস্কার নয়, র‌্যাব বাতিলের দাবি ওঠে৷

র‌্যাব মূলত পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হলেও সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি এবং আনসারের সদস্যদের নিয়ে গঠিত৷ তবে ৪০ ভাগ সদস্য সেনা, নৌ ও বিমানবাহিনীর৷ এপর্যন্ত নানা অপরাধে ২,০০০ র‌্যাব সদস্য শাস্তির মুখোমুখি হয়েছেন৷

Rapid Action Battalion RAB Spezialeinheit Militär Dhaka Bangladesh
‘এখন থেকে র‌্যাব সদস্যরা নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি, ট্রাফিক নিয়ন্ত্রণ, নিয়মিত টহল, দরপত্র বাক্স পাহারা, জমিজমা ও টাকা লেনদেন-সংক্রান্ত সমস্যা এবং পারিবারিক বিরোধ বা কোনো অনুষ্ঠানের নিরাপত্তা দেয়ার মতো কর্মকাণ্ডে অংশ নেবেন না’ছবি: Getty Images/AFP
Rapid Action Battalion RAB Spezialeinheit Militär Dhaka Bangladesh
২০০৪ সালে র‌্যাব প্রতিষ্ঠার সময় তাদের সাত ধরণের দায়িত্ব দেয়া হয়েছিলছবি: Getty Images/AFP
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য