1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদশের প্রমিলা ক্রিকেট দলের ওয়ান ডে ইন্টারন্যাশনাল স্ট্যাটাস

২৭ নভেম্বর ২০১১

এবার হয়তো মেয়েদের ক্রিকেট খেলার প্রতি আগের চেয়ে অনেক বেশি বাড়বে বলে আশা করা যাচ্ছে৷ গত শুক্রবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সংবর্ধনা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷

https://p.dw.com/p/13I3E
বাংলাদেশের মহিলা ক্রিকেট দলছবি: AP

এই অর্জনের পর মেয়েদের কী ক্রিকেট খেলার প্রতি আর আগ্রহ বাড়বে? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দলের সাবেক ম্যানেজার কামার আফরোজ আহমেদ জানান,‘‘অবশ্যই বাড়বে৷ কারণ এটা আমাদের অনেকদিনের একটি স্বপ্ন ছিল এবং স্বপ্ন পূরণ হয়েছে৷ এখন সহজেই বলা যায় যে ক্রিকেটের প্রতি মেয়েদের আগ্রহ অন্যান্য খেলার তুলনায় অনেক বেশি বাড়বে৷ হ্যান্ডবল, হকি এবং ফুটবলের চেয়েও মেয়েরা ক্রিকেটের দিকে ঝুঁকছে বেশি৷ গতকাল ক্রিকেট দলের ক্যাপ্টেন সালমা খাতুন এক সাক্ষাৎকারে বলেছেন যে, আমরা চাই মেয়েরা ক্রিকেট খেলতে আসুক এবং আমার বিশ্বাস আরও অনেক মেয়েরা আসবে৷''

মেয়েদের জন্য ক্রিকেট খেলা সম্প্রসারণে ক্রিকেট কর্মকর্তাদের কোন ধরণের পদক্ষেপ নেয়া উচিৎ? এ প্রশ্নের উত্তরে তিনি জানান,‘‘এখন পর্যন্ত মেয়েরা যেভাবে খেলছে তাতে পেশাগত ট্রেনিং বা কোচিং কোনটাই ঠিকমত দেয়া যাচ্ছে না৷ মেয়েরা নিজেরাই নিজেদের উৎসাহ-উদ্যোগে আসছে৷ মেয়েদের ক্রিকেট খেলার জন্য একটি ক্রিকেট মাঠ দরকার৷ আরও দরকার এমন একটি হোস্টেল বা এ্যাকাডেমি যেখানে মেয়েরা থাকতে পারবে৷ যেখানে তাদের প্রশিক্ষণ দেয়া যাবে৷ ঢাকার বাইরে থেকে যেসব মেয়েরা আসে, আসার পর তাদের প্রথম যে ধাক্কাটা সামলাতে হয় তাহল কোথায় থাকবো? আমাদের ঢাকাতে এরকম একটি জায়গাই রয়েছে তাহল মহিলা ক্রীড়া কমপ্লেক্স কিন্তু একটি মাত্র একাডেমি যথেষ্ট নয়৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক