1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-ভারত

২৬ ফেব্রুয়ারি ২০১২

সেমিনারে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য বলেছেন, সীমান্ত হত্যাকাণ্ডের মূল কারণ সীমান্ত অপরাধ৷ আর বাংলাদেশের অর্থমন্ত্রী দুই দেশের রাজনীতিবিদদের মধ্যে সম্পর্ক বাড়ানোর কথা বলেছেন৷

https://p.dw.com/p/14ACD
Bangladesh Prime Minister Sheikh Hasina, right, escorts Indian Prime Minister Manmohan Singh left, after receiving him at the airport in Dhaka, Bangladesh, Tuesday, Sept. 6, 2011. Singh began a visit to Bangladesh on Tuesday aimed at warming often prickly ties between the two South Asian neighbors. (AP Photo/ Pavel Rahman)
ছবি: AP

ঢাকায় বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর দুই দিনের সেমিনার শুরু হয়েছে শনিবার৷ শেষ হবে আজ রোববার৷ সেমিনারে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, সীমান্ত সমস্যা, পানি বন্টনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে৷ এতে অংশ নিচ্ছেন দুই দেশের বিশেষজ্ঞরা৷

বেসরকারি পর্যায়ে আয়োজিত এই সেমিনারের প্রথমদিনে সীমান্ত হত্যাকাণ্ড এবং তিস্তার পানি বণ্টন প্রাধান্য পায়৷ বাংলাদেশের বক্তারা বলেন ভারত রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে সীমান্তে গুলি না চালানোর বার বার প্রতিশ্রতি দেয়ার পরও তা বন্ধ হচ্ছেনা - যা দু:খজনক৷

জবাবে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য বলেন সীমান্ত হত্যাকাণ্ডের মূল কারণ সীমান্ত অপরাধ৷ তিনি জানান, সীমান্তে চোরাচালা, মাদক এবং অস্ত্রপাচার ও মানব পাচারসহ নানা ধরনের অপরাধ চলছে৷ সীমান্তের কিছু এলাকায় এই অপরাধ চরম আকার ধারণ করেছে৷ সেখানে বলেতে গেলে মাফিয়ারা নিয়ন্ত্রণ করছে৷ এইসব অপরাধ বন্ধে সীমান্তে যৌথ টহল এবং দুই দেশেরই নজরদারি বাড়াতে হবে৷

পানিবন্টণ প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা এবং ফেনী নদীর পানি বন্টন নিয়ে শিগগিরই দুই দেশ একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছবে৷ এনিয়ে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত বিনিময় হয়েছে৷

এদিকে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটাতে হলে দুই দেশের রাজনীতিবিদদের মধ্যে সম্পর্ক বাড়াতে হবে৷ কিন্তু আমরা সেদিকে যাচ্ছিনা৷ আর এই অঞ্চলের মানুষের মতামতকেও গুরুত্ব দিতে হবে৷ কার্যকর করতে হবে সার্ককে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য