1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদ শুভেচ্ছা বিনিময়

২১ আগস্ট ২০১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে৷ তাই রমাজানে গ্যাস, বিদ্যুৎ ও পানির সমস্যা হয়নি৷ অথচ বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেন, এই সরকারের সময়ে দেশের মানুষ ভালো নেই৷

https://p.dw.com/p/15tEQ
ছবি: dapd

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মূলত রাজনীতিই প্রাধান্য পেয়েছে৷ শেখ হাসিনা গণভবনে সাধারণ মানুষসহ মন্ত্রী, কূটনীতিক, পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন৷ সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, এবার রোজায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তারা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল ভালো৷ এমনকি ব্যবসায়ীরাও ভালো ব্যবসা করেছেন৷

তিনি জানান, তাঁর সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে৷ ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করার সব চেষ্টাই করছেন তারা৷ তিনি বলেন, এবার রমাজানে এই প্রথমবারের মতো বিদ্যুতের কোনো সমস্যা ছিল না৷ গ্যাস এবং পানিরও ছিল না কোনো সংকট৷

Bangladesch Autodemonstration der Opposition Begum Khaleda Zia
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াছবি: DW

এদিকে ইস্কাটনের লেডিস ক্লাবে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া৷ সেখানে রাজনীতিবিদ, কূটনীতিকরাও সমবেত হন৷ খালেদা জিয়া সেখানে সাংবাদিকদের বলেন, এই সরকারের শাসনামলে দেশের মানুষ ভালো নেই৷ তাই সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে৷ অন্য কোনো চেষ্টা করা হলে, তা সরকারের জন্য হবে একটি ভুল পদক্ষেপ৷

আর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তাঁর দলীয় নেতা-কর্মীদের বলেছেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০টি আসনেই প্রার্থী দেবে৷ জাতীয় পার্টিই এখন দেশের মানুষের ভরসা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য