বাংলাদেশসহ কয়েকটি দেশের শিশু অভিভাবকত্ব আইন
কোন দেশে বাবা, কোন দেশে মা, আবার কোন দেশে দুইজনই শিশুর আইনগত অভিভাবক৷ বাবা-মায়ের বিচ্ছেদের পর শিশু কার অধিকারে বা সঙ্গে থাকবে তা নিয়েও আইনের পার্থক্য আছে দেশে দেশে৷ বিস্তারিত ছবিঘরে৷
ভারতে মায়ের অধিকার আগে
হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্ডিয়ানশিপ অ্যাক্ট ১৯৫৬ অনুযায়ী, পাঁচ বছরের নিচে হিন্দু শিশুর অভিভাবকত্ব পাবে তার মা৷ বর্তমানে আদালতের রায়ে বাবা-মা দুইজনকেই আইনগত অভিভাবকত্ব দেয়া হয়, যাতে দুইজনের সঙ্গেই শিশুর যোগাযোগ থাকে৷ একক অভিভাবকত্বের প্রশ্নে মাকেই অগ্রাধিকার দেয়া হয়৷ যদি মা সম্মতি দেন বা অসমর্থ হন কিংবা শিশু যদি ১৩ বছরোর্ধ হয় এবং নিজে সিদ্ধান্ত নেয় এমন ক্ষেত্রে বাবা অভিভাবকত্ব পেতে পারেন৷
পাকিস্তানে নতুন আইন
১৮৯০ সালের আইন সংশোধন করে ২০২২ সালে নতুন ‘গার্ডিয়ান্স অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট ২০২০’ পাস করেছে পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষ৷ এই আইন অনযায়ী, বাবা-মায়ের বিচ্ছেদ হলে সাত বছর বয়স পর্যন্ত শুধু মা অভিভাবকত্বের অধিকার পাবেন৷ আর মেয়ে শিশুর ক্ষেত্রে তা বয়ঃসন্ধিকালে পৌঁছানো বা ১৬ বছর বয়স পর্যন্ত৷ এক্ষেত্রে মা অসমর্থ হলে যথাক্রমে নানি, দাদি, বোন, খালা, ফুপুসহ নারী আত্মীয়রা অভিভাবকত্ব পাবেন৷
আফগানিস্তানে বাবার অধিকার
‘আফাগানিস্তানের সিভিল ল’ অনুযায়ী ছেলে শিশু সাত বছর ও মেয়ে শিশু নয় বছর পর্যন্ত দেখাশোনার সম্পূর্ণ দায়িত্ব মায়ের৷ তালাকের ক্ষেত্রে আদালত ভরনপোষণের জন্য বাবাকে মাসে ২০০০ থেকে ৩০০০ আফগান মুদ্রা দেয়ার নির্দেশ দিতে পারে৷ নির্দিষ্ট বয়সের পর অভিভাবকত্ব পায় বাবা বা বাবার দিকের কোনো পুরুষ আত্মীয়৷ এমনকি কোন কোন ক্ষেত্রে চাচা বা চাচাত-ফুপাত ভাইরাও আইনত অভিভাবকত্বের অধিকার পেতে পারে৷
জাপানে শুধু একজন
জাপানের পারিবারিক আইন অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ বাবা-মায়ের ক্ষেত্রে সন্তানের অভিভাবকত্ব ও দায়িত্ব যৌথভাবে দুইজনের উপর থাকে৷ তবে বিবাহ বিচ্ছেদের পর বাবা অথবা মা যেকোন একজন সন্তানের আইনগত অধিকার পান৷ বিবাহ বিচ্ছেদের সময়ই এই বিষয়ে দুইজনকে একমত হতে হয়৷ না হলে পরবর্তীতে আদালত এই সিদ্ধান্ত দেয়৷ অবিবাহিত বাবা-মায়ের সন্তানের ক্ষেত্রে শুধু মা অভিভাবকত্ব পান৷
জার্মানিতে শিশুর স্বার্থ আগে
বিয়ের মাধ্যমে, যৌথ অভিভাবকত্বের ঘোষণা অথবা পারিবারিক আদালতের রায়ে জার্মানিতে বাবা-মা দুইজনই সন্তানের অভিভাবকত্ব পান, অন্যথায় মা অভিভাবক হন৷ বাবা-মায়ের বিচ্ছেদ হলেও অভিভাবকত্বে সাধারণত পরিবর্তন হয় না৷ তবে ১৪ বছরের উপরের সন্তানের ক্ষেত্রে বাবা-মায়ের সম্মতিতে আদালত একজনের অভিভাবকত্ব মঞ্জুর করতে পারে৷ যেকোন সিদ্ধান্তের ক্ষেত্রে শিশুর স্বার্থ ও কল্যাণকে অগ্রাধিকার দেয় জার্মানির পারিবারিক আদালত৷
যুক্তরাষ্ট্রে বাবা-মায়ের সমানাধিকার
যুক্তরাষ্ট্রে বিবাহ বিচ্ছেদের সময় সন্তানের অভিভাবকত্বের বিষয়টিরও সুরাহা হয়৷ সাধারণত বিবাহিত অবস্থায় এবং বিচ্ছেদের পরও সন্তানের উপর বাবা-মায়ের সমান অভিভাবকত্ব থাকে৷ শিশু কার সঙ্গে থাকবে সেটি নির্ধারণে আদালত শিশুর নিজের ইচ্ছা, বাবা-মা, ভাই-বোন ও নিকট আত্মীয়দের মত নেয়৷ থাকার জায়গা, স্কুল, লোকালয় এবং যার সঙ্গে থাকবে তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যসহ ‘শিশুর সর্বোত্তম স্বার্থকে’ অগ্রাধিকার দেয়া হয়৷
বাংলাদেশে অভিভাবক পিতা
অভিভাবক ও প্রতিপাল্য আইন ১৮৯০, পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ এবং মুসলিম আইন অনুযায়ী, বাংলাদেশে নাবালক সন্তানের অভিভাবক তার পিতা৷ পিতার অবর্তমানে দায়িত্ব পাবেন মা৷ তবে ২০২৩ সালের জানুয়ারিতে উচ্চ আদালত এক রায়ে মাকেও অভিভাবক হিসেবে স্বীকৃতি দিয়েছে৷ বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর তথ্য সংক্রান্ত ফরম পূরণের ক্ষেত্রে বাবা, মা এবং আইনগত অভিভাবক- যে কোনো একজনের নাম ব্যবহার করলেই চলবে৷