1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় চিকিৎসকদের সাফল্য

২ আগস্ট ২০১৭

সংযুক্ত শরীরে জন্ম নেয়া তোফা আর তহুরাকে দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা৷ এ ধরনের একটি সফল দৃষ্টান্ত স্থাপন করায় ঐ চিকিৎসকদের অভিনন্দন জানিয়েছেন অনেকেই৷

https://p.dw.com/p/2hYvR
ছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টায় জরুরি বিভাগের তৃতীয় তলার অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার শুরুর পর বেলা আড়াইটার দিকে বেরিয়ে এসে শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনা শিউলি সাংবাদিকদের জানান, দশ মাস বয়সি তোফা ও তহুরাকে তারা সফলভাবে আলাদা করতে পেরেছেন৷ দুই শিশুকে প্রস্তুত করতে এরপর আরও প্রায় আড়াই ঘণ্টা তাদের দেহে বেশ কিছু অস্ত্রোপচার চলে৷ সব কাজ শেষ করে তাদের নিয়ে যাওয়া হয় পোস্ট অপারেটিভে৷

চিকিৎসক জানান, দুই শিশুর প্রজননতন্ত্র ঠিক করতে আরও কিছু অস্ত্রোপচার করতে হবে পরে৷ এতদিন মলত্যাগের জন্য কৃত্রিম ব্যবস্থা করে রাখা হয়েছিল৷ পায়ুপথ স্বাভাবিক করতে আরও কিছু কাজ করতে হবে৷

গত বছরের ২৯ সেপ্টেম্বর জোড়া লাগানো শরীর নিয়ে জন্ম হয় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন ইউনিয়নের কৃষক রাজু মিয়া ও তার স্ত্রী শাহিদা বেগমের এই যমজ সন্তানের৷ তোফা আর তহুরার পিঠের দিক থেকে কোমরের নিচ পর্যন্ত মেরুদণ্ডের হাড় সংযুক্ত ছিল৷ মাথা-হাত-পা আলাদা হলেও তাদের মলদ্বার ছিল একটি৷ চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এমন ঘটনাকে ‘পাইগোপেগাস’ বলা হয়৷

আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে এই সফলতার গল্প৷

‘পাইগোপেগাস’ ধরনের জমজ শিশুদের আলাদা করার ঘটনা বাংলাদেশে এই প্রথম৷ তাই চিকিৎসকদের এই সফলতাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই৷ হাসান মিসবাহ ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘একেই বলে সাফল্য৷ জোড়া লাগানো যমজ শিশু, অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয় তাদের৷ জ্ঞান ফিরেছে তাদের৷ ভালো আছে তারা৷ সফল অপারেশন শেষ হয় ৬ ঘণ্টায়৷ অংশ নেন ১৬ জন সার্জন৷ বাংলাদেশি চিকিৎসকদের অনন্য সফলতা এটি৷ এমন জোড়া শিশু আলাদা করার ঘটনা বাংলাদেশে এই প্রথম৷’’ সব চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি৷

আলী আহমাদ মাবরুর টুইটারে অভিনন্দন জানিয়েছেন এই অস্ত্রোপচারের সঙ্গে জড়িত চিকিৎসকদের৷

খাইরুন নূর ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘তোফা ও তহুরা এখন স্বাধীন দুই মানুষ৷ এদেশের চিকিৎসা ব্যবস্থার যারা নিন্দা করে তাদের জন্য দুই মিনিটের নীরবতা৷ জেনে রাখেন – বাংলাদেশি ডাক্তাররা পারে৷ তাদের জ্ঞান ও দক্ষতার নমুনা এখন সারা বিশ্ব জেনে গেছে৷’’

রুবেল রোহিত তোফা ও তহুরার সুস্বাস্থ্য কামনা করেছেন৷ লিখেছেন, ‘‘১৬ জন ডাক্তার ৬ ঘণ্টা টানা অপারেশন করে জোড়া লাগানো জমজ বাচ্চা দু'টোকে আলাদা করলো৷ এটা বাংলাদেশের চিকিৎসা ইতিহাসে নিঃসন্দেহে বড় সাফল্য৷ তোফা ও তহুরা ভালো থাকুক৷’’

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান