বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রথম দিন
প্রায় তিন মাস পর সীমিত পরিসরে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়েছে৷ সোমবার ভোররাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ২৭৪ জন যাত্রী নিয়ে দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে৷ ছবিঘরে দেখুন বিমানবন্দরের বর্তমান অবস্থা...
বিমানবাহিনীর মহড়া
প্রাথমিকভাবে কাতার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে৷করোনার কারণে বিমান চলাচল প্রায় তিনমাস বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখনো বিমান ওঠানামা স্বাভাবিক হয়নি৷ তাই বিমানবাহিনীর একটি বিমানকে অনেক নীচে দিয়ে উড়তে দেখা যাচ্ছে৷
নেই তল্লাশির তোড়জোর
যাত্রীর চাপ নেই, তাই তল্লাশি চৌকিও খালি পড়ে আছে৷
ছিটানো হচ্ছে জীবাণুনাশক
করোনায় সংক্রমণ এড়ানো নিশ্চিত করতে যাত্রীদের বসার জায়গাগুলোতে জীবাণুনাশক ছিটানো হচ্ছে৷
সোশ্যাল ডিস্টেন্সিং মার্কিং
সব চেক ইন কাউন্টারের কাছে রয়েছে পর্যাপ্ত ফুট ডিস্টেন্সিং মার্কার৷
‘আমরা প্রস্তুত’
বিমানবন্দরের ভেতরে হেল্প ডেস্কে যাত্রীদের তথ্যগত সহায়তা দিতে প্রস্তুত দু’জন কর্মী৷
সারিবদ্ধ লাগেজ ট্রলি
সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর যাত্রীদের সুবিধার্থে বিমানবন্দরের বাইরে লাগেজ ট্রলিগুলোকে সারিবদ্ধভাবে রাখা হয়েছে৷
খালি চেক-ইন কাউন্টার
গতরাতে চলে গেছে প্রথম ফ্লাইট৷ আপাতত কাজ নেই, তাই একজন কর্মীকে খালি চেক-ইন কাউন্টারে অপেক্ষা করতে দেখা যাচ্ছে৷
সব খাবার নেই
খাবারের দোকান খোলা৷ তবে সেখানে পাওয়া যাচ্ছে শুধু প্যাকেটজাত খাবার৷
ক্রুদের যাত্রা
ইউএস-বাংলা এয়ারলাইন্সের কলকাতাগামী একটি ফ্লাইটের উদ্দেশ্যে ইমিগ্রেশনের দিকে যাচ্ছেন এয়ারলাইন্সটির চারজন ক্রু৷
বিমানবন্দর থেকে ফেরত
গ্রিসের এথেন্সগামী এক যাত্রীকে বোর্ডিং গেট থেকে ফেরত পাঠানো হয়৷ তিনি বিমানবন্দরে এসেছিলেন পরের ফ্লাইটের সময় জানতে৷
বিমানবন্দর কার্যত খালি
যদিও সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা দেয়া হয়েছে, কিন্তু বেশিরভাগ সময় বিমানবন্দরে কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কাউকে দেখা যায় না৷
নিরাপত্তা
বিমানবন্দরের কনকোর্স হলে প্রবেশের মুখেই নিরাপত্তা কর্মীদের তৎপরতা৷
চলছে ধোয়ামোছা
যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য জীবাণুনাশক মিশ্রিত পানি দিয়ে মোছা হচ্ছে কনকোর্স হল৷
লাগেজ স্ক্যানিং
অস্ট্রেলিয়ার মেলবোর্নগামী এক যাত্রী তার লাগেজ স্ক্যানিংয়ে দিচ্ছেন৷