বাংলাদেশে আরো দুইজন করোনা রোগী শনাক্ত
১৪ মার্চ ২০২০বাংলাদেশে নতুন করে আরো দুইজন রোগীকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷ রাতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘ইতোমধ্যে আরও দুইজন রোগী পেয়েছি৷ এখন আমরা সেই দুইজনকে নিয়ে এসেছি এবং হাসপাতালে রেখেছি৷ যা যা চিকিৎসা দেওয়া দরকার সেটা শুরু করেছি৷''
বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম জানিয়েছে, আক্রান্ত দুইজনের একজন ইটালি আর অন্যজন জার্মানি ফেরত প্রবাসী বাংলাদেশি৷
এর আগে গত রোববার বাংলাদেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়৷ যাদের মধ্যে দুজন পুরুষ ইটালির দুটি শহর থেকে দেশে ফিরেছেন৷ তাদের একজনের সংস্পর্শে এসে পরিবারের আরেক নারী সদস্য আক্রান্ত হন৷ এরমধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর৷
সংবাদ সম্মেলনে মন্ত্রী এ বিষয়ে বলেন, ‘‘তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ছিল৷ তিনজন এখন ভালো আছে, দুইজনকে আমরা ছেড়েও দিয়েছি৷ আরেকজনকে আমরা ছেড়ে দেব৷
এফএস/এআই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)