বাংলাদেশে আয় বেড়েছে মানুষের, কমেছে দারিদ্র্য
২৩ জুন ২০১১আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিএনপি
বিডিনিউজ টোয়েন্টি ফোরের খবর, সংবিধান সংশোধনের বিষয়ে সরকারের আলোচনার প্রস্তাব আবারো প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল বিএনপি৷ সেইসঙ্গে দলটি বলেছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসাবে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনও তারা মেনে নেবে না৷ কারণ, ওই সরকারের প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী৷ বুধবার বিকালে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দলের এই অবস্থানের কথা জানান৷ তিনি অভিযোগ করেন, জনগণকে বিভ্রান্ত করতেই সরকার এই আলোচনার প্রস্তাব দিয়ে বোঝাতে চাইছে, আমরা যা কিছুই করি সবার সঙ্গে আলোচনা করে করি৷
জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে জাগ্রত জনতা ফোরামের উদ্যোগে 'ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম : নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা ও জনতার ভাবনা' শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ মওদুদ অভিযোগ করেন, সরকার আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না জেনেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করছে৷ মন্ত্রিসভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়ে সরকারই আলোচনার দরজা বন্ধ করে দিয়েছে৷
দারিদ্র্যের হার কমেছে, বেড়েছে আয়
সরকারি হিসাবে গত পাঁচ বছরে দেশে দারিদ্র্যের হার ৮ দশমিক ৫ শতাংশ কমেছে৷ পাশাপাশি বেড়েছে মাথাপিছু আয়৷ ২০০৫ সালে দেশে দারিদ্র্যের হার ছিলো ৪০ শতাংশ, যা ২০১০ সালে কমে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫ শতাংশে৷ তবে রংপুর বিভাগে এই হার ৪২ দশমিক ৩ শতাংশ যা দেশের অন্যান্য বিভাগের তুলনায় বেশি৷ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয়-ব্যয় জরিপ ২০১০-এ বেরিয়ে এসেছে এ তথ্য৷ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিবিএস ও বিশ্বব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের তথ্য প্রকাশ করা হয়৷ এতে বলা হয়, বর্তমানে শহরাঞ্চলের ২১ দশমিক ৩ শতাংশ এবং গ্রামের ৩৫ দশমিক ২ শতাংশ লোক দরিদ্র৷ এ ছাড়া ১৭ দশমিক ৬ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে৷ এর মধ্যে ২১ দশমিক ১ শতাংশ শহরে এবং ৭ দশমিক ৭ শতাংশ গ্রামাঞ্চলে বাস করে৷ আরও জানা গেছে, জনগণের মাথাপিছু মাসিক আয় এক হাজার ৪৮৬ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৫৩ টাকা৷
গ্রহণযোগ্য সমাধান আসবে তত্বাবধায়ক সরকার প্রশ্নে, বললেন ব্রিটিশ মন্ত্রী
বাংলাদেশ সফররত ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যালান ডানকান আশা প্রকাশ করে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটি ‘গ্রহণযোগ্য' সমাধান বের করে নিতে পারবে৷ বুধবার রাতে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন৷ এসময় তাঁদের মধ্যে প্রায় এক ঘণ্টা আলোচনা হয়৷ অ্যালান ডানকান বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়৷ টেকসই গণতন্ত্রের জন্য দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একটি গ্রহণযোগ্য সমাধান বের করবে৷
সংকলন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই