বাংলাদেশে একদিনে ১১ সন্দেহভাজন ‘জঙ্গি’ নিহত
৮ অক্টোবর ২০১৬পুলিশ এখনো নিহতদের সবার পরিচয় নিশ্চিত হতে পারেনি৷ তবে গাজীপুরের পাতারটেক এলাকায় উপস্থিত হয়ে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘‘গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরী নিহত হওয়ার পর আকাশের নেতৃত্বেই নব্য জেএমবি সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল৷ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়৷ অভিযানের শুরুতে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়৷ কিন্তু তা না করে তারা উল্টো পুলিশের ওপর হামলা চালায়৷ পুলিশও আত্মরক্ষায় গুলি চালায়৷ পরে ভবনের দ্বিতীয় তলায় সাত জঙ্গির মরদেহ পাওয়া যায়৷''
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘অভিযান শেষে তিনটি অস্ত্র জব্দ করা হয়েছে৷ পাওয়া গেছে কয়েকটি চাপাতি ও একটি গ্যাস সিলিন্ডার৷ গোলাগুলির সময় ১৪টি গ্রেনেড বিস্ফোরিত হয়েছে৷ এ সময় কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন সদস্য আহত হয়৷ তাঁর হাতে গুলি লেগেছে৷ তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে৷''
তিনি বলেন, ‘‘এছাড়া গাজীপুরের হাড়িনালায় এবং টাঙ্গাইলের কাগমারায় দুটি বাড়িতে অভিযানে আরো চার জঙ্গি নিহত হয়েছে৷ তিনটি আস্তানায় অভিযানে মোট নিহত হয়েছে ১১ জন৷ র্যাব ওই দু'টি অভিযান চালায়৷''
অভিযানের সময় গাজীপুরের পাতারটেক এলকায় উপস্থিত ছিলেন সাংবাদিক আমানুর রহমান রনি৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘গাজীপুরের দু'টি আস্তানা কাছাকাছি৷ অভিযানের সময় গোলাগুলির শব্দ শোনা গেছে৷ দু'টি আস্তানায়ই অভিযানের পর মোট ৯টি লাশ পড়েছিল৷ তাদের সবার পরিচয় পুলিশ বিকেল পর্যন্ত জানাতে পারেনি৷ তবে তারা বলছে নিহতদের মধ্যে নব্য জেএমবি প্রধান শহিদুল ইসলাম আকাশ রয়েছে৷ সে গুলশান হালার পর নতুন করে জেএমবিকে সংগঠিত করছিল৷''
আমানুর রহমান জানান, দু'এক মাস আগে ওই দু'টি বাড়ি ভাড়া নিয়েছিল তারা৷
অন্যদিকে টাঙ্গাইলে সন্দেহভাজন দুই ‘জঙ্গি' নিহত হওয়ার পাশাপাশি র্যাবের দুই সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন কমান্ডার মুফতি মাহমুদ খান৷ তিনি বলেন, ‘‘নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি৷ এদের একজনের বয়স ২৫ ও অপরজনের ২০ বছর হবে বলে ধারণা করছি৷ গাজীপুরে নিহত ৯ জনের বয়সও ২০ -২৫ বছরের মধ্যে৷''
এদিকে, জঙ্গিবিষয়ক গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান ডয়চে ভেলেকে জানিয়েছেন, বাংলাদেশে একদিনে জঙ্গিবিরোধী অভিযানে ১১ জন নিহতের ঘটনা একটি রেকর্ড৷ এর আগে একদিনে এত নিহতের ঘটনা ঘটেনি৷
তিনি বলেন, ‘‘তবে এখনো নিহতদের সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি৷ সেটা জানা গেলে কতজন জঙ্গি তা বোঝা যাবে৷ তবে আমার কাছে মনে হয়েছে তিনটিই জঙ্গি আসাস্তানা ছিল৷''
উল্লেখ্য, গুলশান হামলার পর কল্যাণপুরে ৯ জন এবং তারপর নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানে তিনজন নিহত হয়৷ আর ঢাকার আজিমপুরে নিহত হয় একজন৷ সর্বশেষ শনিবার একই দিনে নিহত হয়েছে ১১ জন৷ আর গুলশানের হলি আর্টিজানে অভিযানে নিহত হয়েছিল ৯ জন৷ স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানিয়েছেন, গুলশান হামলার আরেক ‘মাস্টারমাইন্ড' নব্য জেএমবির মেজর জিয়া পুলিশের নজরদারির মধ্যেই আছে৷