1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

বাংলাদেশে শনাক্ত ২০ হাজার ছাড়াল

১৫ মে ২০২০

নতুন করে আরো এক হাজার ২০২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশে মোট শনাক্ত ২০ হাজার ছাড়িয়েছে৷ ঢাকা বিভাগে সংক্রমণের হার সামান্য কমে এলেও চট্টগ্রাম বিভাগে বাড়ছে৷

https://p.dw.com/p/3cGhT
Bangladesch Medizintechniker sammeln Proben einer Person für den Koronatest
ছবি: bdnews24

গত ৮ মার্চ প্রথম রোগী শনাক্তের দুই মাসের মধ্যে দেশে এখন মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৬৫ জন৷ গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জন মারা গেছেন৷ মোট মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ২৯৮ জন৷

এদিন মোট নয় হাজার ৫৩৯টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয়েছে আট হাজার ৫৮২টি৷ যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষার রেকর্ড৷

দেশে এখন ৪১টি পরীক্ষাগারে (ঢাকায় ২০টি ও ঢাকার বাইরে ২১টি) করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষা করা হচ্ছে৷

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ এ তথ্য তুলে ধরেন৷

গত ২৪ ঘণ্টায় আরো ২৭৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন৷ মোট সুস্থ তিন হাজার ৮৮২ জন৷

এতদিন মোট শনাক্তের ৮০ শতাংশের বেশি রোগী ঢাকা বিভাগে পাওয়া গেলেও এদিন এই হার কিছুটা কমে এসেছে৷ গত ২৪ ঘণ্টায় মোট শনাক্তের ৭৯ দশমিক ৫৪ শতাংশ ঢাকা বিভাগের বাসিন্দা৷ চট্টগ্রামে শনাক্তের হার বেড়ে হয়েছে ৮ দশমিক ৪৭ শতাংশ৷

এসএনএল/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য