বাংলাদেশে কৃষি জমি রক্ষায় আইন প্রণয়নের চিন্তা
১০ আগস্ট ২০০৯তিনি জানান, পরিবেশ রক্ষার সঙ্গে খাদ্য নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত৷ কোন অবস্থাতেই পরিবেশকে ধবংস করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়৷ তাই খাদ্য নিরাপত্তা গড়ে তোলার জন্য বর্তমান সরকার কৃষি ও পরিবেশ রক্ষার ওপর যথাযথ গুরুত্ব দিচ্ছে৷
দেশে কৃষি জমির পরিমাণ ক্রমেই হ্রাস পাচ্ছে৷ ২০০১ সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশে কৃষি জমির পরিমাণ হচ্ছে ৮২ লাখ ৪০ হাজার হেক্টর৷ বেসরকারি কৃষি গবেষণা প্রতিষ্ঠান ক্যাসেডের জরিপ অনুযায়ী দেশে ৯০ লাখ ৯৪ হাজার হেক্টর জমি আবাদযোগ্য থাকলেও চাষ হচ্ছে ৮২ লাখ ২৯ হাজার হেক্টর৷
নানা কারণে প্রতিবছর প্রায় শতকরা ১ ভাগ হারে কৃষি জমি নষ্ট হচ্ছে৷ সাধারণভাবে একজন মানুষের সুষম খাদ্যের সরবরাহের জন্য নূ্ন্যতম ১৪শ' বর্গমিটার কৃষি জমির প্রয়োজন৷ এই হিসাবে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য দেড় কোটি হেক্টর জমি প্রয়োজন৷
প্রতিমন্ত্রী বলেন, দিনে দিনে জনসংখ্যা বাড়ছে কিন্তু কৃষি জমির পরিমাণ কমে যাওয়ার কারণে খাদ্য উৎপাদনও আনুপাতিক হারে কমে যাচ্ছে৷
ভূমি জবর দখলকারীদের কবল থেকে ভূ সম্পত্তি রক্ষা ও সম্পত্তি পুনরুদ্ধার করতে এবং জবরদখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হবে৷
প্রতিবেদক: ঝুমুর বারী
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক