1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে কৃষি জমি রক্ষায় আইন প্রণয়নের চিন্তা

১০ আগস্ট ২০০৯

কৃষি জমি রক্ষায় বাংলাদেশ সরকার আইন প্রণয়নের চিন্তাভাবনা করছে৷ পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্প্রতি একথা বলেন৷ ২০০১ সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশে কৃষি জমির পরিমাণ হচ্ছে ৮২ লাখ ৪০ হাজার হেক্টর৷

https://p.dw.com/p/J6mo
ছবি: Wikipedia

তিনি জানান, পরিবেশ রক্ষার সঙ্গে খাদ্য নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত৷ কোন অবস্থাতেই পরিবেশকে ধবংস করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়৷ তাই খাদ্য নিরাপত্তা গড়ে তোলার জন্য বর্তমান সরকার কৃষি ও পরিবেশ রক্ষার ওপর যথাযথ গুরুত্ব দিচ্ছে৷

দেশে কৃষি জমির পরিমাণ ক্রমেই হ্রাস পাচ্ছে৷ ২০০১ সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশে কৃষি জমির পরিমাণ হচ্ছে ৮২ লাখ ৪০ হাজার হেক্টর৷ বেসরকারি কৃষি গবেষণা প্রতিষ্ঠান ক্যাসেডের জরিপ অনুযায়ী দেশে ৯০ লাখ ৯৪ হাজার হেক্টর জমি আবাদযোগ্য থাকলেও চাষ হচ্ছে ৮২ লাখ ২৯ হাজার হেক্টর৷

নানা কারণে প্রতিবছর প্রায় শতকরা ১ ভাগ হারে কৃষি জমি নষ্ট হচ্ছে৷ সাধারণভাবে একজন মানুষের সুষম খাদ্যের সরবরাহের জন্য নূ্ন্যতম ১৪শ' বর্গমিটার কৃষি জমির প্রয়োজন৷ এই হিসাবে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য দেড় কোটি হেক্টর জমি প্রয়োজন৷

প্রতিমন্ত্রী বলেন, দিনে দিনে জনসংখ্যা বাড়ছে কিন্তু কৃষি জমির পরিমাণ কমে যাওয়ার কারণে খাদ্য উৎপাদনও আনুপাতিক হারে কমে যাচ্ছে৷

ভূমি জবর দখলকারীদের কবল থেকে ভূ সম্পত্তি রক্ষা ও সম্পত্তি পুনরুদ্ধার করতে এবং জবরদখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হবে৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক