বাংলাদেশে কোন আর্থিক সংকট নেই - শেখ হাসিনা
১৯ নভেম্বর ২০১১অর্থনীতিবিদদের কথা সরকার এখন ধারদেনা করে চলছে৷ ব্যাংকগুলো থেকে সরকারের ঋণের পরিমাণ বিপদ সীমা অতিক্রম করেছে৷ আর এ কারণে ব্যাংকে দেখা দিয়েছে তারল্য সংকট৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সমবায় দিবসের এক অনুষ্ঠানে এ কথার জবাব দিয়েছেন৷ তিনি বলেছেন, সরকার কোন আর্থিক সংকটে নেই৷ নানা সূত্র থেকে সরকার তার আয় বাড়াচ্ছে৷ অর্থনীতির ভিত শক্ত আছে বলেই বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশে তার কোন প্রভাব পড়েনি৷
যারা ডিজেল ও ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদনের বিরোধিতা করছেন তাদেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, তারা বিদ্যুৎ না পেলেও সমালোচানা করেন৷ আবার বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করলেও তার বিরোধিতা করেন৷ তিনি বলেন, বিদ্যুৎ খাতে জ্বালানি তেলে ভর্তুকি না দেয়া হলে বিদ্যুৎ কীভাবে উৎপাদন হবে৷
শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের সময়ে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ যোগ হয়েছে জাতীয় গ্রিডে৷ দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই