বাংলাদেশে গুম, খুনের প্রতিবাদ জার্মানিতে
বাংলাদেশে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জার্মানির বন শহরে জাতিসংঘের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন একদল প্রবাসী বাংলাদেশি৷ বিএনপি সমর্থকরা এটির আয়োজন করেন৷
জাতিসংঘের সামনে প্রতিবাদ
জার্মানির বন শহরে জাতিসংঘের কার্যালয়ের সামনে সোমবার মানববন্ধন করেছেন একদল প্রবাসী বাংলাদেশি৷ তারা বাংলাদেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান৷ বিএনপি সমর্থকরা এই মানববন্ধন আয়োজন করেন৷
‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করুন’
মানববন্ধনে ইংরেজি ও জার্মান ভাষায় ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করুন’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন আর এ খান৷ জার্মানির স্টুটগার্ট শহর থেকে আসা এই প্রবাসী বাংলাদেশি বলেন, ‘‘বাংলাদেশে ব়্যাবসহ অন্যান্য সংস্থা অসংখ্য মানুষকে খুন করেছে, গুম করেছে৷ গত দশবছরে প্রায় সাড়ে ছয়শ মানুষ গুম হয়েছে৷’’
শেখ হাসিনার ‘পদত্যাগ’ দাবি
জার্মানির জাতিসংঘ কার্যালয়ের সামনে আট ডিগ্রি সিলসিয়াস তাপমাত্রায় বৃষ্টির মধ্যেই জড়ো হন কয়েক ডজন বাংলাদেশি৷ জার্মানির বিভিন্ন শহর থেকে এসেছেন তারা৷ তাদের একজন শিমু বাগা বলেন, ‘‘বাংলাদেশে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই৷ গুম, খুন হচ্ছে৷’’ তিনি মনে করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পদত্যাগ করলে’ এই পরিস্থিতিতে পরিবর্তন আসবে৷
খালেদ জিয়ার ‘মুক্তি’ দাবি
বনে মানববন্ধনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ছবি নিয়ে দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদ জিয়া হাওলাদার৷ ফ্রাঙ্কফুর্টে বসবাসবরত এই বিএনপি সমর্থক বলেন, ‘‘আমরা খালেদা জিয়ার মুক্তি চাই৷ মিথ্যা অপবাদ দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে৷’’
জাতিসংঘকে স্মারকলিপি প্রদান
মানববন্ধন শেষে জাতিসংঘকে স্মারকলিপি প্রদান করা হয়৷ প্রতিবাদকারীদের পক্ষ থেকে জাতিসংঘের একজন কর্মকর্তার কাছে এই স্মারকলিপি তুলে দেন বিএনপি সমর্থক সৈয়দ জুলফিকার মনা (বামে)৷ এতে বাংলাদেশে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে৷