1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে চলচ্চিত্রে গান করবেন সোনু নিগম

১৪ জানুয়ারি ২০১১

বাংলাদেশে চলচ্চিত্রে গান করছেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক সোনু নিগম৷ ঢাকাই ছবির জন্য তাঁর এই গানটির রেকর্ডিং হবে মুম্বইতে৷

https://p.dw.com/p/zxMz
সোনু নিগমছবি: AP

বাংলাদেশে বেশ কয়েকবার গিয়েছেন সোনু নিগম৷ সেগুলো ছিল স্টেজ পার্ফরমেন্স৷ সফরকালে তিনি ঢাকার ফ্যানদের উদ্দেশ্যে জানিয়েছিলেন, সুযোগ পেলে তিনি বাংলা গান গাইবেন এবং তা কেবল বাংলাদেশের শ্রোতাদের জন্য৷ সেই সুযোগই গ্রহণ করলেন নির্মাতা অনন্য মামুন৷ তিনি তাঁর নতুন ছবি 'কাছে এসে ভালোবেসে'র জন্য বাছাই করলেন সোনু নিগমকেই৷

এই গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়৷ আর সুর ও সংগীত পরিচালনা করছেন জিত গাঙ্গুলি৷ ছবিটিতে গান করার ব্যাপারে এরই মধ্যে সোনু নিগমের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে৷ গানটির রেকর্ডিং হবে মুম্বইতে৷ এ উপলক্ষে ২৩ জানুয়ারি মুম্বই যাবেন ছবিটির পরিচালক, এমনটাই জানাচ্ছেন ঢাকার সাংবাদিকরা৷

অনন্য মামুন এ প্রসঙ্গে বললেন, 'ছবির ক্ষেত্রে আমি আসলে একটা পরিবর্তন আনতে চাচ্ছি৷ তার মানে এই নয় যে আমাদের দেশের শিল্পীরা গাইবে না, তা নয়৷ আমি যেমন ছবির নায়ক-নায়িকায় একটা নতুনত্ব আনতে চাচ্ছি, ঠিক তেমনি সবকিছুতে একটা চমকই বলতে পারেন৷ আর তাই সোনু নিগম গাইছেন আমার ছবিতে৷'আগামী এপ্রিলে সুইডেনে গানের শুটিংয়ের মধ্য দিয়ে এর কাজ শুরু বলে জানা গেছে৷

'কাছে এসে ভালোবেসে' নামের এই ছবিটির নায়ক-নায়িকা হচ্ছেন নীরব খান ও লায়লা৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী