1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে চাপের মুখে যুদ্ধাপরাধের বিচার

১৯ আগস্ট ২০০৯

বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান মহাজোট সরকারের নির্বাচনী অঙ্গীকার৷ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতীয় সংসদে সর্বসম্মত সিদ্ধান্তও নেয়া হয়েছে৷ আর বিচার কাজ শুরুর জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ১০ কোটি টাকা৷

https://p.dw.com/p/JEKl
ছবি: AP

সরকার দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার শুরুর কথা বললেও নানামুখী চাপের কথা শোনা যাচ্ছিল৷ আর এই প্রথম সরকার চাপের কথা স্বীকার করল৷ স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বুধবার রাজধানীতে যুদ্ধাপরাধ নিয়ে এক আলোচনা সভায় বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক চাপের কারণে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে দেরি হচ্ছে৷

তবে তিনি মনে করেন এসব চাপ দূর করে সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে সক্ষম হবে৷

সৈয়দ আশরাফ বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচারে আন্তরিক৷ এজন্য ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করা হয়েছে৷ কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের জন্য '৭২-এর সংবিধানে ফিরে যেতে হবে এমন ধারনণা ঠিক নয়৷

অন্যদিকে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মৎস ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, দেশে যুদ্ধাপরাধী নেই, মুক্তিযুদ্ধ অপরাধী আছে৷ তবে যুদ্ধাপরাধী আর মুক্তিযুদ্ধ অপরাধীর মধ্যে পার্থক্য স্পষ্ট করেননি তিনি৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক