বাংলাদেশে চিকিৎসা শিক্ষা নেওয়ার যত প্রতিষ্ঠান
চিকিৎসা শিক্ষা বলতে শুধু মেডিকেল কলেজে পড়াই নয়৷ এমবিবিএস ডাক্তার হওয়া ছাড়াও মেডিকেল টেকনোলজিস্ট, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট হতে পারেন আগ্রহীরা৷
চিকিৎসা শিক্ষার প্রথম প্রতিষ্ঠান
১৯৪৮ সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল৷ মেডিসিন, সার্জারি, গাইনি ও অটোল্যারিঙ্গোলজি নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৪২টি বিভাগে এমবিবিএস বা ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি ও স্নাতকোত্তর উভয় কোর্স রয়েছে৷ এরপর ১৯৬২ সালে চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহে, ১৯৬৬ সালে সিলেটে, ১৯৬৮ সালে বরিশালে এবং ১৯৭২ সালে রংপুর ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়৷
মেডিকেল কলেজের সংখ্যা
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০২২ সালের মেডিকেল এডুকেশন বুলেটিন অনুযায়ী বর্তমানে দেশে ১১২টি মেডিকেল কলেজ রয়েছে৷ এর মধ্যে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৮ (আসন ৪,৫২৫টি)৷ বাকি ৭৪টি বেসরকারি (আসন ৬,৮০৮টি)৷ ১৯৮৬ সালের ১৩ এপ্রিল প্রথম বেসরকারি মেডিকেল কলেজ হিসেবে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ মেডিকেল কলেজ৷
ডেন্টাল কলেজ
সরকারি ডেন্টাল কলেজ একটি৷ বেসরকারি আটটি৷ এছাড়া সরকারি ১২টি ও বেসরকারি ১৪টি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট আছে৷ রাজশাহী মেডিকেল কলেজেও ডেন্টাল ইউনিট আছে৷
ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, আইএইচটি
দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট তৈরি এসব প্রতিষ্ঠানের লক্ষ্য৷ আইএইচটির সংখ্যা ১১২টি৷ এর মধ্যে সরকারি ১৫টি- যা গত ছয় বছরে নির্মিত হয়েছে৷ ২৯ এপ্রিল প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, পর্যাপ্ত প্রশিক্ষক ও কর্মচারী নিয়োগ না দেওয়ায় প্রতিষ্ঠানগুলো পুরোদমে কার্যক্রম শুরু করতে পারেনি৷ সরকারি আইএইচটিতে আসন ২,৭৬৫টি৷ আর ৯৭টি বেসরকারি আইএইচটিতে আসন আছে ৮,৮৯৫টি৷ উপরের ছবিটি প্রতীকী৷
মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, ম্যাটস
গ্রাম বাংলার মানুষকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা দিতে ১৯৭৬ সালে এ ধরনের স্কুল খোলা হয়৷ সেখানে চার বছর পড়াশোনা শেষে ‘ডিপ্লোমা অফ মেডিকেল ফ্যাকাল্টি’ সার্টিফিকেট পেয়ে থাকে শিক্ষার্থীরা৷ বর্তমানে সরকারি ১১টি (আসন ৯২২টি) ও বেসরকারি ২০০টি (আসন ১২,৮২৪টি) ম্যাটস আছে বাংলাদেশে৷ উপরের ছবিটি প্রতীকী৷
হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ (ডিপ্লোমাসহ)
মোট ৭১টি কলেজের মধ্যে সরকারি তিনটি৷ বেসরকারি ৬৮টি৷
ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ (ডিপ্লোমাসহ)
সরকারি তিনটি৷ বেসরকারি ৩৮টি৷ সরকার অনুমোদিত সব প্রতিষ্ঠানের নাম জানতে এই লিংকে https://shorturl.at/mpCPW ক্লিক করুন৷