বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ
১৪ আগস্ট ২০০৯স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের জানান, রমজানের প্রথমদিন থেকে এই কার্যক্রম শুরু হবে৷
বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিরোধে গঠিত জাতীয় কমিটির দ্বিতীয় বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, রমজানের সময় ইমামরা তারাবির নামাজ বা জুম্মার নামাজের পর মানুষকে জঙ্গিবাদ থেকে দূরে থাকার পরামর্শ দেবেন৷ কারণ এইসময় মসজিদগুলোতে সাধারণ মানুষের বিপুল সমাগম হয়ে থাকে৷ স্কুল আর মাদ্রাসার ছাত্রদের জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন করতে এগিয়ে আসবেন শিক্ষকরাও৷
শামসুল হক টুকু আরো বলেন, সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরি করতে চায়৷ তিনি জনগণকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান৷ কারণ সন্ত্রাসবাদ দেশের নিরাপত্তা আর উন্নয়নের জন্য হুমকিস্বরূপ৷
এপর্যন্ত বাংলাদেশে বেশ কয়েকবার সন্ত্রাসী বোমা হামলার ঘটনা ঘটেছে৷ এর বেশিরভাগই উগ্র ইসলামপন্থি জঙ্গিদের কাজ বলে ধরা হয়ে থাকে৷
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, সরকার এপর্যন্ত বেশ কিছু জঙ্গিকে গ্রেপ্তার করতে পারলেও এখনো বিভিন্ন জায়গায় তারা আত্মগোপন করে আছে৷ তাই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সরকার৷
প্রতিবেদক: ঝুমুর বারী
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক