বাংলাদেশে দুর্নীতির সাম্প্রতিক ঘটনাগুলো
বাংলাদেশের সংবাদমাধ্যমে সম্প্রতি বেশ কয়েকটি দুর্নীতির ঘটনা উঠে এসেছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে আলোড়ন সৃষ্টি করেছে এসব ঘটনা৷
পুলিশের সাবেক মহাপরিদর্শকের ‘সম্পদের পাহাড়’
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, তার স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ সম্প্রতি জব্দ (ক্রোক) করার আদেশ দিয়েছেন আদালত৷ একই সঙ্গে তাদের ব্যাংক হিসাবও অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেওয়া হয়েছে৷ ঢাকার একটি সংবাদপত্রে বেনজীর আহমেদের ‘সম্পদের পাহাড়’ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷
রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান, দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী এবং ছেলের বিদেশযাত্রায় সম্প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার একটি আদালত৷ দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে ‘‘দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জনসহ হুন্ডি ও আন্ডারইনভয়েসিং বা ওভারইনভয়েসিং-এর মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ’’ তদন্ত করছে বলে লিখেছে স্থানীয় সংবাদপত্র৷
এনবিআরের আরেক সদস্যের সম্পদ জব্দের নির্দেশ
গতসপ্তাহে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত৷ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়৷
আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালতে অভিযোগপত্র
আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ তাদের বিরুদ্ধে মামলাটি অবশ্য কয়েকবছর আগে করা হয়েছিল৷ তারা বর্তমানে জামিনে রয়েছেন৷
পুলিশ এসোসিয়েশনের বিবৃতি নিয়ে বিতর্ক
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ে পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আলোড়ন সৃষ্টি করলে প্রতিবাদ জানায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)৷ সংগঠনটি এক বিবৃতিতে ভবিষ্যতে পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন ও সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানায়৷
সাংবাদিক সংগঠনগুলোর উদ্বেগ (প্রতীকী ছবি)
তবে, বিপিএসএর এই বিবৃতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন৷ বাংলাদেশের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা এধরনের প্রতিক্রিয়া ‘‘স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি’’ বলে জানান৷