বাংলাদেশে নতুন শনাক্ত ৪১, মৃত্যু পাঁচ
৭ এপ্রিল ২০২০বিজ্ঞাপন
বাংলাদেশে এটিই এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা৷
এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৪ জনে, মৃতের সংখ্যা ১৭ জনে৷ নতুন আক্রান্তদের মধ্যে ২৮ জন পুরুষ, ১৩ জন নারী বলে জানিয়েছেন আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা৷ এরমধ্যে একজনের বয়স ১০ বছরের নিচে আর ষাটোর্ধ্ব রয়েছেন পাঁচজন৷ ২০ জন ঢাকা এবং ১৫ জন নারায়নগঞ্জে বসবাসরত৷ এছাড়া কুমিল্লা, কেরাণীগঞ্জ ও চট্টগ্রামে একজন শনাক্ত হয়েছেন৷ মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজনের বয়সই ৫০ এর উপরে বলে জানিয়েছেন তিনি৷
আইইডিসিআর এর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘন্টায় মোট ৬৭৯ জনের নমুণা পরীক্ষা করা হয়েছে৷ সব মিলিয়ে এ পর্যন্ত কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছে মোট চার হাজার ২৮৯ জনের৷
এডিকে/এফএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)