বাংলাদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দু’জন পাইলট নিহত
২০ ডিসেম্বর ২০১০বিজ্ঞাপন
যশোর বিমানঘাঁটি থেকে পিটি-৬ বিমানটি ওড়ার পর দুপুর আড়াইটার দিকে বরিশাল বিমানবন্দরে অবতরণের ঠিক আগ মুহূর্তে বিধ্বস্ত হয়৷ বিমানটি রানওয়ে সংলগ্ন বনের ওপর আছড়ে পড়ে দুমড়ে মুচড়ে যায়৷
বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন৷
ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে৷ দুই বৈমানিকের মৃতদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক