বাংলাদেশে রেমালে নিহত অন্তত ১০
বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমালে অন্তত ১০ জন নিহত হয়েছেন৷ ৩০ হাজারের বেশি ঘরবাড়ি ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েক হাজার৷
আঘাত
ঘূর্ণিঝড় রেমাল রোববার রাতে বাংলাদেশ উপকূলে আঘাত হানে৷ এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়৷ বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার৷
প্রাণহানি
ঘূর্ণিঝড়ের কারণে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় সরকারি কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন৷ এর মধ্যে বরিশালে সাতজন মারা গেছেন বলে সেখানকার কর্মকর্তা শওকত আলী জানিয়েছেন৷ বেশিরভাগই ভাঙা বাড়ি ও দেওয়ালের নিচে চাপা পরে মারা যান৷ খুলনায় দুজন মারা যাওয়ার কথা জানিয়েছেন সরকারি কর্মকর্তা হেলাল মাহমুদ৷ আর চট্টগ্রামে একজন মারা গেছেন বলে জানান সরকারি কর্মকর্তা তোফায়েল ইসলাম৷
ক্ষতিগ্রস্ত
ঘূর্ণিঝড়ের পর খুলনার দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়নের সরদার ডাঙ্গা গ্রামের ছবি৷ ঝড়়ের প্রভাবে বিভিন্ন জায়গায় ঘরবাড়ি পড়ে গেছে, গাছ উপড়ে গেছে৷ প্রায় ৩০ হাজার বাড়ি ভেঙে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তারা৷ এছাড়া আরও প্রায় কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷
আশ্রয়কেন্দ্র ছেড়ে গেছেন
প্রায় আট লাখ মানুষ ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছিলেন৷ সাতক্ষীরার ১৬৯টি আশ্রয়কেন্দ্রসহ ৮৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ হাজার নারী-পুরুষ-শিশু আশ্রয় নিয়েছিলেন৷ তবে এর মধ্যে অধিকাংশ চলে গেছেন৷
প্রাণহানি কমেছে
জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ছে৷ আগে বছরে একবার ঘূর্ণিঝড় হলেও এখন অনেকসময় বছরে তিনটি বড় ঝড়ও আঘাত হানছে৷ তবে পূর্বাভাস ব্যবস্থার উন্নতি এবং পূর্বাভাস পেয়ে মানুষজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া বিষয়টির উন্নতি হওয়ায় প্রাণহানি নাটকীয়ভাবে কমে এসেছে৷
কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা উপকূলীয় এলাকায় বেশকিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়েছে৷ ফলে সারা দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখো মানুষ৷ পিডিবির মুখপাত্র শামীম হাসান বাংলাদেশে ডিডাব্লিউর কন্টেন্ট পার্টনার ডেইলি স্টারকে বলেন, ‘‘ঘূর্ণিঝড়ের সময় সারা দেশে অনেক বৈদ্যুতিক পোল ক্ষতিগ্রস্ত হয়েছে-মূলত খুলনা ও বরিশাল অঞ্চলে৷’’