1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে দুশ্চিন্তা

৩০ মার্চ ২০১১

রাজধানী ঢাকাসহ শহুরে শিশুদের নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক, মনোবিজ্ঞানী এবং সমাজ বিজ্ঞানীরা৷ তারা মনে করেন, সঠিক পরিবেশ না পাওয়া শিশুরা শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত হচ্ছে৷

https://p.dw.com/p/10jtI
খেলাধুলার জন্য চাই মুক্ত পরিবেশছবি: AP

রাজধানীতে শিশুদের বিনোদনের সুযোগ খুব সীমিত৷ তাদের জন্য নেই কোন খেলার মাঠ৷ নেই হেসে খেলে বড় হওয়ার সুযোগ৷ তারা বেড়ে উঠছে টিভি দেখে, কম্পিউটারে গেম খেলে অথবা ঘরের কোণে একাকী বসে থেকে, যা শিশু মনে মারাত্মক প্রভাব ফেলছে৷ আর ব্যস্ত বাবা-মারাও তাদের সময় দিচ্ছে না৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবা নাসরিন বলেন, এই বিচ্ছিন্নতা শিশুদের অপরাধপ্রবণ করে তুলতে পারে৷ মনোরোগ বিশেষজ্ঞ কামাল উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, এতে শিশু একরোখা হয়ে উঠতে পারে৷ তার ভিতরে জন্ম নিতে পারে আত্মহত্যার প্রবণতা৷ আর সে জড়িয়ে পড়তে পারে নানা অসামাজিক কাজে৷ শিশুরোগ বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা বলেন, শিশুরা এখন এমন সব রোগে আক্রান্ত হচ্ছে, যা বয়স্কদের রোগ৷ ডায়াবেটিস, প্রিম্যাচিউর হাইপারটেনশন এর মধ্যে অন্যতম৷

এরা ৩ জনই শিশুদের এই ঝুঁকি থেকে রক্ষা করতে তাদের বেড়ে ওঠার জন্য খোলামেলা পরিবেশ, খেলাধুলার ব্যবস্থা এবং পাঠক্রমের চাপ কমানোর পরামর্শ দিয়েছেন৷ বলেছেন, শত ব্যস্ততার মাঝেও মা-বাবাকে সন্তানের জন্য সময় দিতে হবে৷ তাদের সঙ্গে বন্ধুর মত মিশতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন