বাংলাদেশে শৈত্য প্রবাহ
পৌষের দ্বিতীয়ার্ধে এসে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ৷ এ কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছে দেশের বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষ ৷ শৈত্যপ্রবাহের কিছু চিত্র দেখুন এই ছবিঘরে৷
দিনভর কুয়াশা
শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় দিনভর ঢাকা ছিল ঢাকার বেশিরভাগ এলাকা৷ ঘন কুয়াশায় নৌ চলাচলেও বিঘ্ন ঘটেছে বুড়িগঙ্গাসহ বিভিন্ন নদীতে৷
দেরিতে সূর্যোদয়
ঘন কুয়াশার কারণে ঢাকাবাসী বৃহস্পতিবার সূর্যের মুখ দেখেছেন বেশ দেরিতে৷ দেশের অনেক জায়গায় আবার সূর্যের মুখই দেখা যায়নি৷
গরীবের দুর্ভোগ
ঢাকায় হঠাৎ করে শীত বেড়ে যাওয়া আর শৈত্যপ্রবাহের কারণে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের৷
বেড়েছে রোগবালাই
তীব্র ঠাণ্ডায় বাংলাদেশের কোথাও কোথাও কোল্ড ডায়রিয়া দেখা দিয়েছে৷ বৃহস্পতিবার কুড়িগ্রামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যুও হয়েছে ডায়রিয়ায়৷
সারা দেশে তাপমাত্রা
বৃহস্পতিবার ঢাকার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস৷ এছাড়া এদিন চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৫, , রংপুরে ৯, দিনাজপুরে ৮ দশমিক ৯, শ্রীমঙ্গলে ৮ দশমিক ৬, টাঙ্গাইলে ৮ দশমিক ৫, গোপালগঞ্জে ৮ দশমিক ৪, ময়মনসিংহে ৮ এবং যশোরে তাপমাত্রা ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস৷
চলতে পারে
আবহাওয়াবিদরা বলছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হওয়ায় বাংলাদেশে শীত বেড়েছে৷ আর এই শৈত্য প্রবাহ চলতে পারে আরও দুই-এক দিন৷ আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানুয়ারিতে আরেকটি একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) এবং ২-৩টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি শৈত্য প্রবাহের কথা বলা হয়েছে৷
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা
বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, সাড়ে ৬ ডিগ্রি সেলসিয়াস৷ এবারের শীত মৌসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা৷ আর এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাগেরহাটের মোংলায়, ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস৷