বাংলাদেশেও মান সম্পন্ন ব্লগ আছে, ব্লগার আছেন : রেজওয়ান
১২ এপ্রিল ২০১১শুধু সাবরিনাই নয়, প্রতিযোগিতার বাকি পাঁচটি মিশ্র ভাষার ক্যাটেগরিতেও ‘জুরি অ্যাওয়ার্ড' অর্জনে সক্ষম হয়না বাংলা ভাষার কোনো ব্লগ৷ কিন্তু কেন? বাংলা ভাষার এবারের বিচারক রিজওয়ানুল ইসলাম জানান, ‘‘বাংলাদেশ বা বাংলাদেশি ব্লগ সম্পর্কে এখানে লোকজন তেমন জানে না৷ কিন্তু, এ প্রতিযোগিতার মাধ্যমে একটা জিনিস আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি যে, বাংলাদেশেও মান সম্পন্ন ব্লগ আছে, ব্লগার আছেন – যাঁরা খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও লেখেন৷'' তবে রেজওয়ান'এর মতে, সকলেরই একটি নিজস্ব অনলাইন স্পেস থাকা উচিত৷ তাহলে নিজের সমস্ত লেখার একটি আর্কাইভ নিজের কাছেই রাখা যায়৷ এবং কম্যিউনিটি ব্লগিং-এর নানা সমস্যাকে এড়িয়ে চলা যায়৷
এই নিয়ে দু'বার এই সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো বাংলা ভাষা৷ অথচ ‘জুরি অ্যাওয়ার্ড' থেকে আমরা এখনও বঞ্চিত৷ তাহলে আগামীতে বাংলা ব্লগারদের কোন পথ দিয়ে চলা উচিত? রেজওয়ান জানান, ‘‘লেখার ক্ষেত্রে ব্লগিং একটি স্বাধীন প্ল্যাটফর্ম৷ কিন্তু তারপরও আমি বলবো যে, একে-অন্যকে দোষারোপ এবং নেতিবাচক কথা না লিখে আমাদের ভবিষ্যতে মান সম্পন্ন লেখা আরো বাড়াতে হবে৷ আমাদের এমন ২০টা ব্লগ এই প্রতিযোগিতার মধ্যে নিয়ে আসতে হবে, যাতে শেষ পর্যন্ত আমাদের দেশের নাম উজ্জ্বল হয়''৷
‘জুরি অ্যাওয়ার্ড' না জিতলেও, ‘ইউজার প্রাইজ' জয় করে নিয়েছে তিনটি বাংলা ব্লগ৷ তারা হলো ‘বেস্ট সোশ্যাল অ্যাক্টিভিজম ক্যাম্পেইন' বিভাগে বাংলাদেশের প্রখ্যাত ব্লগার অমি রহমান পিয়াল'এর ব্লগ, এ বছরের মূল বিষয় মানবাধিকার ক্যাটাগরিতে জয়ী হয়েছে ডাব্লিউফরস্টাডি বা উইন্ডো ফর স্টাডি নামের একটি আদিবাসী কমিউনিটি ব্লগ৷ আর সেরা বাংলা ব্লগ বিভাগে ইউজার ভোটে শীর্ষ অবস্থান অধিকার করেছেন আরিফ জেবতিক'এর ব্লগ৷
উল্লেখ্য, এবারের ববস্ প্রতিযোগিতায় মোট ভোট সংখ্যা ছিল ৯০, ৮০৮৷
প্রতিবেদন: দেবারতি গুহ
সম্পাদনা: সঞ্জীব বর্মন