বাংলাদেশের অভিজ্ঞতা অনুকরণ করছে বাকি দেশগুলি: ড.মোমেন
২ আগস্ট ২০১১সম্প্রতি জেনেভায় জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ – একোসক'এর এক অধিবেশন অনুষ্ঠিত হলো৷ বাংলাদেশের শিক্ষামন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. এ কে এম আব্দুল মোমেন৷ সহকর্মী জাহিদুল হক তাঁকে প্রথমেই জাতিসংঘের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে একোসক'এর অবস্থান সম্পর্কে প্রশ্ন করেন৷
প্রতি বছর জুলাই মাসে একোসক'এর অধিবেশন অনুষ্ঠিত হয়৷ চলতি বছর শিক্ষার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷ মিলেনিয়াম লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে শিক্ষা কতটা সহায়ক হতে পারে, সেবিষয়ে উপস্থিত মন্ত্রী ও কর্মকর্তারা আলোচনা করেছেন৷ তাছাড়া বিভিন্ন ঘোষিত কর্মসূচির জন্য যথেষ্ট অর্থের সংস্থান হচ্ছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হয়৷ যাবতীয় বৈষম্য ঘুচিয়ে সমাজে নারীদের অবস্থান আরও শক্তিশালী করা যায়, সেবিষয়েও তাঁরা কথা বলেন৷
সাক্ষাৎকার: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন