বাংলাদেশের নারী যৌন নিপীড়িতদের লড়াইয়ের গল্প জার্মানিতে
ঢাকার শিল্পী ও অ্যাক্টিভিস্ট মনন মুনতাকার একটি শিল্প প্রদর্শনী সম্প্রতি হয়ে গেল জার্মানির কোলন শহরে৷ ছবিঘরে বিস্তারিত৷
‘নীলচে আঘাতের প্রদর্শনী’
জার্মানির কোলন শহরের ফটোবুক মিউজিয়ামে অক্টোবর মাসে প্রদর্শিত হয় বাংলাদেশের মাল্টি ডিসিপ্লিনারি আর্টিস্ক মনন মুনতাকার একটি সংকলন৷ ‘ব্লু উন্ড’ নামের এই প্রদর্শনীটি আয়োজিত হয় শিল্প সংস্থা বাংকার কে১০১ সংস্থার পৃষ্ঠপোষকতায়৷ প্রদর্শনীর কেন্দ্রে ছিল যৌন হয়রানির মানসিক, সামাজিক ও শারীরিক প্রভাবের শৈল্পিক দৃশ্যায়ন৷
মনন মুনতাকার যাত্রা
ঢাকা থেকেই কাজ করেন শিল্পী মনন মুনতাকা৷ তার শিল্পকলায় ফুটে ওঠে বিভিন্ন গল্পের সামাজিক দৃশ্যপট৷ মূলত ফটোগ্রাফিতে আগ্রহী মননের কাজ চিত্রগ্রহণের গণ্ডি ছাড়িয়ে গেছে তথ্যচিত্র ও ভিডিও শিল্পের দিকেও৷ বিশ্বের নানা প্রান্তে প্রদর্শিত হয়েছে তার শিল্প, তিনি জিতেছেন নানা পুরষ্কার৷
যেমন এই প্রদর্শনী
মনন প্রদর্শনীতে ব্যবহার করেন সায়ানোপ্রিন্ট শৈলী, যা যে কোনো দৃশ্যকে কাগজে ফুটিয়ে তোলে বিশেষ নীলচে রঙে৷ এই প্রদর্শনীতে সাদা কাপড় রূপকার্থে ব্যবহার করেন শিল্পী ও তার ওপর ফুটিয়ে তোলেন বাংলাদেশে নারীদের যৌন হয়রানি ও ধর্ষণের অভিজ্ঞতার গল্প৷ এর সাথে অন্য মাত্রা যুক্ত করেছে ‘সারভাইভার’ নারীদের প্রতিকৃতির ইনস্টলেশনের সাথে তাদের অডিও সাক্ষাৎকার৷
শিল্পী যাদের কথা বলেন
মনন বলেন, ‘‘আমার কাজে, আমি বিভিন্ন বয়স, লিঙ্গ, এবং ভিন্ন আর্থ-সামাজিক অবস্থা থেকে আসা মানুষের যৌন নিপীড়নের গল্প তুলে ধরার চেষ্টা করেছি৷ এখানে তিনজন নারী সারভাইভারের সাক্ষাৎকার নেয়া হয়েছে৷ প্রথমজন একজন অ্যাক্টিভিস্ট৷ ৪-৫ বছর বয়সে প্রথম যৌন নির্যাতনের শিকার হন তিনি৷ দ্বিতীয়জন যৌনকর্মী৷ এই পেশায় আসার আগে গণধর্ষণের শিকার হয়েছিলেন৷ তৃতীয় জন ট্রান্স-নারী৷ নির্মমভাবে গণধর্ষণের শিকার হয়েছিলেন তিনি৷’’
প্রদর্শনীর উদ্দেশ্য
মনন এই ‘ব্লু উন্ড’ প্রজেক্টে কাজ করেছেন ২০২০ সাল থেকে ২০২২ পর্যন্ত৷ যৌন নিপীড়নের পর যে মানসিক আঘাত বা ট্রমায় জড়িয়ে পড়েন সার্ভাইভাররা, সেই ট্রমার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন শিল্পী মনন মুনতাকা৷
অনুভূতির প্রাধান্য
যৌন নিপীড়নের পর কোনো নারী তার জীবনের বিভিন্ন পর্যায়ে যে অনুভূতিগুলোর মধ্য দিয়ে যান, তারা এই সাক্ষাৎকারে সেই অনুভূতির কথাই বলেছেন৷ যেমন ভয়, লজ্জা, নিরাপত্তাহীনতা, রাগ, দুঃখ, ক্ষোভ, ঘৃণা, উদ্বেগ, সন্দেহ, অপরাধবোধ, একাকীত্ব, আতঙ্ক৷ সাদা কাপড়, যা ওড়না বা স্কার্ফের প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, তার সাথে নীলচে রঙের ব্যবহারের মাধ্যমে শিল্পী অনুভূতিগুলিকে দৃশ্যায়িত করেছেন৷