1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলাদেশের প্রতি সুবিচার'

৬ মে ২০১৫

শেষ পর্যন্ত আসামকে রেখেই বহুল আলোচিত বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন হচ্ছে৷ ভারতের মন্ত্রিসভায় আজ বিলটি অনুমোদন হয়েছে, যা নিয়ে ভারত তো বটেই, বাংলাদেশের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিতেও চলছে ব্যাপক আলোচনা৷

https://p.dw.com/p/1FKo1
Symbolbild Grenze Indien Bangladesh
ছবি: AFP/Getty Images

বৃহস্পতিবার বিলটি ভারতের লোকসভায় পাস হতে পারে৷ এই চুক্তির ফলে ৬৮ বছরের সীমান্ত সমস্যা এখন সমাধানের পথে৷ ভারতের ভেতর বাংলাদেশের ৫১ এবং বাংলাদেশের ভেতর ভারতের ১১১ ছিটমহল বিনিময় হবে৷ অপদখলীয় জমির মধ্যে মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ সীমান্তে ২,০০০ ও আসামের ২৬৮ একর পাবে বাংলাদেশ৷ অচিহ্নিত সাড়ে ছয় কিমি সীমান্ত চিহ্নিত হবে৷

কল্লোল মোস্তফা তাঁর ফেসবুক পাতায় আনন্দবাজার পত্রিকার একটি বিশেষ প্রতিবেদন শেয়ার করে লিখেছেন,

‘‘প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে গগৈ জানান, ভারত-বাংলাদেশের সীমান্ত চিহ্নিতকারী রেখা নতুন করে আঁকা হলে (২০১১ সালের বিল অনুযায়ী), করিমগঞ্জ জেলার লাঠিটিলা-দুমাবড়ি সেক্টরের লাঠিটিলা এলাকায় বাংলাদেশের দখলে থাকা ৭১৪ একর বিতর্কিত জমি আসামের হাতে আসবে৷ বদলে বড়ইবাড়ি কালাবাড়ি এলাকায় ১৯৩.৮৫ একর জমি ও পাল্লাঠাল এলাকার ৭৪.৫৫ একর জমি পাবে বাংলাদেশ৷ গগৈয়ের বক্তব্য, নতুন চুক্তি হলে আখেরে লাভবান হবে আসামই৷''

বাংলাদেশের পত্রিকাগুলোতে ব্রেকিং নিউজ হিসেবে প্রকাশ করা হয়েছে সংবাদটি৷ ডেইলি স্টার, দৈনিক ইত্তেফাকের টুইটে বলা হয়েছে:

ভারতের প্রধান প্রধান অনলাইন পত্রিকাতেও বড় করে এসেছে সংবাদটি৷

টাইমস অফ ইন্ডিয়া লিখেছে সীমান্ত চুক্তির ফলে আসাম যেভাবে বাংলাদেশের অংশ হলো৷

ইন্ডিয়ান এক্সপ্রেসও লিখেছে ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তিতে আসাম নিয়ে সরকার নির্বিকার৷

হিন্দোল সেনগুপ্ত লিখেছেন, অবশেষে সীমান্ত চুক্তি হলো, বাংলাদেশের প্রতি আমরা সুবিচার করলাম৷

আহমেদি হোসেইন অবশ্য আসাম টাউমসßএর একটি প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, ভারতের অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন-এর চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ করছে৷

শামীম আশরাফ ডেইলি স্টারের প্রতিবেদনটি শেয়ার করে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তির অনুমোদন হলো৷

রোহিত লাল ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনটি শেয়ার করেছেন৷

নরসিমা রাও লিখেছেন, বাংলাদেশের সীমান্ত চুক্তি অনুমোদন করে সরকার কংগ্রেসকে শ্রদ্ধা জানালো৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য