নির্বাচন কমিশন
৪ ফেব্রুয়ারি ২০১২আর বিদায়ি নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং এম সাখাওয়াত হোসেন বলেছেন, তাদের বড় অর্জন নির্ভুল ভোটার তালিকা এবং নির্বাচনের সংস্কৃতি গড়ে তোলা৷
শনিবার আনু্ষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা এবং নির্বাচন কমিশনার ছহুল হোসাইন৷ আর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হবে ১৪ই ফেব্রুয়ারি৷ বিদায় অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেন, নির্বাচন কমিশন স্বাধীন হয়ে গেছে ভাবা ঠিক হবে না৷ তবে নির্বাচনের সময় কয়েকটি মন্ত্রনালয় নির্বাচন কমিশনের অধীন করা, পর্যায়ক্রমে ভোট নেয়ার বিধান এবং ইভিএম চালুসহ কিছু সংস্কার করলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচন সুষ্ঠু এবং নিপরেক্ষ করা সম্ভব৷
আর বিদায়ি নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন তারা তাদের ৫ বছরে একটি সুষ্ঠু ভোটার তালিকা ছাড়াও নির্বাচনি সংস্কৃতি চালু করতে পেরেছেন৷
আরেকজন বিদায়ি নির্বাচন কমিশনার এম সাখাওয়ার হোসেন বলেন তারা প্রভাবমু্ক্ত থেকেই কাজ করেছেন৷ সে কারণে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন৷
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে দায়িত্ব নেয়া এই কমিশন জাতীয় নির্বাচনসহ সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন তেমন কোন বিতর্ক ছাড়াই করতে পেরেছে৷ তবে জাতীয় নির্বাচনের আগে সংলাপে প্রথমে বিএনপি'র মূল ধারাকে আমন্ত্রণ না জানিয়ে সমালোচনার মুখে পড়েছিল কমিশন৷ আর তাই বিরোধি দল বিএনপি মনে করে গত ৫ বছরে নির্বাচন কমিশনের সফলতার চেয়ে ব্যর্থতাই বেশি৷যেমন বললেন বিরোধি দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক৷
তবে ক্ষমতাসীন মহাজোট নেতা হাসানুল হক ইনু এমপি মনে করেন এই নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা প্রমাণ করেছে৷ তারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করেছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী