বাংলাদেশের রূপ হয়ত এভাবে আপনি আগে দেখেননি
৮ নভেম্বর ২০১৬বিজ্ঞাপন
আকর্ষণীয় স্থাপনাগুলো উপর থেকে দেখতে কেমন আগে তা সচরাচর জানা যেত না৷ তবে ড্রোন আসায় ইদানীং এমন সব ছবি তোলার ‘ট্রেন্ড' চালু হয়েছে৷ ফলে অনেকবার দেখা জিনিসগুলোই আবার নতুন করে দেখার মতো অনুভূতি পাওয়া যাচ্ছে৷ তেমনি অনুভূতি পেতে এই ভিডিওটি দেখতে পারেন৷
শাহাদাত সুমন ড্রোন দিয়ে তোলা ছবি নিয়ে ভিডিওটি নির্মাণ করেছেন৷ এতে আহসান মঞ্জিল, দিনাজপুরের রামসাগর, কান্তজীউ মন্দির, ফেনীর উইন্ডমিল, ইটভাটা, বুড়িগঙ্গা, খৈইয়াছড়া জলপ্রপাত সহ আরও কয়েকটি স্থান নতুন করে দেখা গেছে৷
সুমনের তৈরি এমন আরেক ভিডিওতে বান্দরবনের স্বর্ণমন্দির, কক্সবাজার সমুদ্রসৈকত, ঢাকার স্টেডিয়াম ও যমুনা সেতুর অপূর্ব রূপ দেখা যাচ্ছে৷
জেডএইচ/ডিজি