1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাইডেনকে হারাবার চেষ্টা করেছিলেন পুটিন, চীন করেনি

১৭ মার্চ ২০২১

ট্রাম্প যাতে জিততে পারেন, সেই চেষ্টা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন। তবে চীন নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেনি। বলছে মার্কিন গোয়েন্দা রিপোর্ট।

https://p.dw.com/p/3qiug
মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, প্রেসিডেন্ট নির্বাচনকে প্রবাবিত করার চেষ্টা করেছিল রাশিয়া। ছবি: Nicolas Asfouri/AFP/Getty Images

মঙ্গলবারই মার্কিন গোয়েন্দা বিভাগের রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প যাতে জেতেন তার চেষ্টা করেছিলেন। ঠিক উল্টো প্রচারটা করেছিল ইরান। ট্রাম্প যাতে জিতে আসতে না পারেন, তার চেষ্টা করেছে তারা। আর চীন প্রথমে মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার কথা ভাবলেও শেষ পর্যন্ত কিছুই করেনি। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, সম্ভবত চীনের মনে হয়েছে, ট্রাম্প বা বাইডেন যিনিই জিতুন না কেন, অ্যামেরিকার চীন সংক্রান্ত নীতির কোনো পরিবর্তন হবে না।

তবে গোয়েন্দা রিপোর্টে সরাসরি অভিযুক্ত করা হয়েছে পুটিনকে। বলা হয়েছে, বাইডেন ও ডেমোক্র্যাটদের বিরুদ্ধাচরণের নির্দেশ তিনি দিয়েছিলেন। তিনি কর্মকর্তাদের ট্রাম্পকে জিতিয়ে আনার জন্য কাজ করার কথাও বলেছিলেন। পুরো চেষ্টাটাই ছিল, মানুষের আস্থা যাতে ট্রাম্পের উপর বাড়ে এবং বাইডেনের উপর কমে যায় তা নিশ্চিত করা। তবে রিপোর্টে এও বলা হয়েছে, ২০১৬ সালে যেমন নির্বাচনী পরিকাঠামোর উপর সমানে সাইবার হানার চেষ্টা হয়েছিল, এবার সেটা হয়নি। 

রিপোর্ট অনুসারে, ইরান গোপনে ট্রাম্পের বিরুদ্ধে প্রচারাভিযান চালিয়ছিল। তবে শুধু রাশিয়া বা ইরান নয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে লেবাননের হেজবোল্লাহ, কিউবা এবং ভেনেজুয়েলা। তবে এই সব প্রয়াসই ছিল নানাভাবে প্রচার করে ভোটদাতার মত বদলের চেষ্টা। তবে তারা ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেনি। কোনো প্রযুক্তিগত আঘাত হানতে পারেনি। ভোটদান ও গণনা প্রভাবিত করতে পারেনি।

তবে রাশিয়া পুরোদস্তুর চেষ্টা করেছিল, যাতে বাইডেনের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়। ইউক্রেনের নেতাদের সঙ্গে বাইডেন ও তার ছেলের যোগ থাকার কথা প্রচার করা হয়েছিল, রাশিয়ার গোয়েন্দা বিভাগের এক কর্মী ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে, কীভাবে বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে হবে, তার নথিপত্র দিয়ে এসেছিলেন। তবে এত কিছু করেও বাইডেনের ক্ষমতায় আসা ঠেকাতে পারেননি পুটিন।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)