বাঙালির যত উৎসব
আনন্দ প্রকাশ ও লাভের মাধ্যম হচ্ছে উৎসব৷ বাংলাদেশে ধর্মীয় উৎসব ছাড়াও আছে বর্ষবরণ, সামাজিক ও সাংস্কৃতিক উৎসব৷
ঈদ
ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আর ঈদুল আযহা৷ হিজরি বর্ষপঞ্জী অনুসারে রমজান মাসের শেষে শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর উৎসব পালন করা হয়৷ আর জ্বিলহজ্জের ১০ তারিখে পালন করা হয় ঈদুল আযহা৷ মুসলমানদের আরও কিছু উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে আছে আশুরা, ইজতেমা, ঈদে মিলাদুন্নবী ইত্যাদি৷
বাংলা নববর্ষ উদযাপন
দুই ঈদের পর বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ যে উৎসবে অংশ নেয় সেটি হচ্ছে বৈশাখী উৎসব৷ সব ধর্মের মানুষ এতে অংশ নেওয়ায় এটি বাঙালির সর্বজনীন উৎসবও বটে৷ এই সময় রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান, চারুকলার মঙ্গল শোভাযাত্রাসহ সারা দেশেই নানান অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে৷ পহেলা বৈশাখ ছাড়াও বাঙালিদের আরও উৎসবের মধ্যে আছে নবান্ন উৎসব, পৌষমেলা, বসন্তবরণ, বাউল উৎসব ইত্যাদি৷
দুর্গাপূজা
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা৷ সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত পাঁচ দিন দুর্গোৎসব হয়৷ এই পাঁচটি দিন যথাক্রমে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত৷ এছাড়া বাঙালি হিন্দুরা কালীপূজা, সরস্বতী পূজা, জন্মাষ্টমীও উদযাপন করে থাকেন৷
বড়দিন
সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের মতো বাংলাদেশের খ্রিষ্টধর্মের মানুষেরাও ২৫ ডিসেম্বর বড়দিন পালন করে থাকে৷ খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই দিনে ফিলিস্তিনের বেথলেহেম শহরের এক গোয়ালঘরে জন্মগ্রহণ করেছিলেন৷ বাংলাদেশের খ্রিষ্টানদের আরেকটি বড় উৎসব ইস্টার সানডে৷
বুদ্ধপূর্ণিমা
বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা৷ বৌদ্ধধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন৷ এই দিন বৌদ্ধবিহারগুলোতে বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এছাড়াও মধু পূর্ণিমা, মাঘী পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব পালন করে থাকেন বৌদ্ধরা৷
বৈসাবি
ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসুক, মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই আর চাকমা জনগোষ্ঠীর বিঝু- এই তিন অনুষ্ঠান মিলে বৈসাবি৷ চৈত্র মাসের শেষ দুটি দিন ও বৈশাখ মাসের প্রথম দিন এই উৎসব পালিত হয়ে থাকে৷ চাকমা, মারমা, ত্রিপুরাসহ পার্বত্য অঞ্চলের প্রায় প্রতিটি জনগোষ্ঠী নিজেদের সংস্কৃতি ও বিশ্বাস থেকে নববর্ষের অনুষ্ঠান আয়োজন করে থাকে৷
সাকরাইন
প্রতিবছর পৌষসংক্রান্তিতে এই উৎসবে মেতে ওঠেন পুরান ঢাকার বাসিন্দারা৷ পৌষ মাসের শেষ দিনে নানা রঙের ঘুড়িতে ছেয়ে যায় পুরান ঢাকার আকাশ৷ ঐতিহ্যবাহী এ উৎসবের মূল আকর্ষণ ঘুড়ি ওড়ানো৷