এই ভিডিওটি না দেখাই ভালো
২৭ জানুয়ারি ২০১৭মুভির নাম ‘রিংস'৷ এটি ‘রিং' সিরিজের তৃতীয় ছবি৷ এর আগে ‘দ্য রিং' এবং ‘দ্য রিং টু' নামে দুটি মুভি মুক্তি পেয়েছিল৷ তবে সুপারন্যাচারাল সাইকোলজিক্যাল হরর ঘরানার রিং মুভিটি প্রথমে নির্মিত হয়েছিল জাপানে৷ সে দেশের একজন লেখকের নভেলকে ফিল্মে রূপ দেয়া হয়েছিল৷
ভিডিওটির শ্যুটিং করা হয়েছে নিউ ইয়র্কের একটি টেলিভিশন বিক্রির দোকানে৷ সেখানে দেয়ালে সাজিয়ে রাখা অনেকগুলো টিভির একটির মধ্য থেকে রিংস মুভির একটি চরিত্র হঠাৎ বেরিয়ে আসে৷ তাকে দেখে ক্রেতারা কেমন আচরণ করেছে সেটাই ভিডিওতে দেখানো হয়েছে৷ মুভিটির প্রডিসার প্যারামাউন্ট পিকচার এই প্রাংক ভিডিওটি তৈরি করেছে৷
মাত্র চারদিন আগে ইউটিউবে ভিডিওটি আপলোড হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ৭০ লাখ বার দেখা হয়েছে৷ সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমেও ভিডিওটি শেয়ার হচ্ছে৷
ভিডিওর শেষে জানানো হয়, রিংস ফিল্মটি মুক্তি পাবে ফেব্রুয়ারির ৩ তারিখে৷
জেডএইচ/ডিজি (ইন্ডিয়া ডটকম)