বাড়ির ছাদে যা করেন তেল আভিভের বাসিন্দারা
ইসরায়েলের তেল আভিভে জায়গার বড় অভাব৷ তাইতো শহরের বাসিন্দারা বাড়ির ছাদেই অনেক কিছু করেন৷
আরাম
মনি চোরেভ আর গিলি চোরেভ তাঁদের বাড়ির ছাদে বসে আছেন৷ একজন ল্যান্ডস্ক্যাপ ডিজাইনারের সহায়তা নিয়ে খালি পড়ে থাকা ছাদের এই অংশটি সাজিয়েছেন গিলি৷
গোসলখানা
২৫ বছরের আভিয়াহ মোরাগ তাঁর ছাদকে গোসলখানায় পরিণত করেছেন৷ যেখানেই তিনি শুয়ে আছেন, তার পাশে একটি শাওয়ার কি দেখতে পাচ্ছেন? আর একটু সামনে তাকান৷ দেখুন তো সুইমিংপুলটা দেখতে পান কিনা৷
শিল্পচর্চা
অ্যামেচার পেইন্টার কবি মালুল তাঁর ছাদে ছবি আঁকছেন৷
সুইমিং পুল
আজরিলি মলের ছাদে অবস্থিত একটি এন্টারটেনমেন্ট পার্কের সুইমিং পুলে আনন্দ করছেন ছোট-বড় সবাই৷
সংগীতচর্চা ও সবজি বাগান
মিউশিয়ান আয়ার সেমেলকে সংগীতচর্চা করতে দেখছেন৷ তিনি ও তাঁর দুই ফ্ল্যাটমেট মিলে ছাদে সবজি বাগান গড়ে তুলেছেন৷
রোম্যান্টিক সন্ধ্যা
ছাদে এমন সুন্দর জায়গা থাকলে রোম্যান্সের জন্য অন্য কোথাও যাওয়ার দরকার আছে কি? ছবিতে ওরি গ্রোসবার্ডকে (ডানে) তাঁর অ্যাপার্টমেন্টের ছাদে বন্ধু টোমার লুলুর সঙ্গে দেখা যাচ্ছে৷
পার্টির আয়োজন
তেল আভিভের একটি বারের ছাদে বার্থডে পার্টিতে আগত অতিথিদের দেখা যাচ্ছে৷
শেয়ারে ছাদ ব্যবহার
একজন মানুষকে ছাদে সোফায় বসে থাকতে দেখছেন৷ ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের সঙ্গে ছাদটি শেয়ার করেন তিনি৷
অনুশীলন
মাইকেল আলিমেলেচকে আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছেন ডোরোন তুর্গেমান৷ কোর্স পরিচালনাকারী অফিসের ছাদই প্রশিক্ষণের স্থান৷
সামরিক কার্যকলাপ
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি রেডিও স্টেশনের ছাদের ছবি এটি৷ ইসরায়েলি সেনারা প্যারেডের জন্য প্রস্তুত হচ্ছেন৷
বাগান
এমানুয়েল কোহেন তাঁর ছাদে গোসল করছেন৷ পাশেই একটি ছোট্ট বাগান দেখা যাচ্ছে৷ সেখানে তিনি সবজি ও ঔষধি গাছের চাষ করেন৷
যোগব্যায়াম
যোগব্যায়ামের কোর্স চলছে৷ গরম থেকে বাঁচতে সন্ধ্যাবেলায় চাঁদের আলোয় এই অনুশীলন উপভোগ করেন সবাই৷
মন ভালো হওয়ার জায়গা
কয়েকটি চেয়ার আর টেবিল বসিয়ে ছাদকে বিশ্রাম নেয়ার জায়গায় পরিণত করেছেন হানা উইম্বার্লি৷ ‘‘এখানে বসে আমি শহরের সঙ্গে ভালো সংযোগ অনুভব করি,’’ বলেন তিনি৷