1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিটিপ চুক্তির খসড়া ফাঁস

২ মে ২০১৬

তথাকথিত টিটিপ চুক্তির প্রায় আড়াই’শ পাতার একটি খসড়া ফাঁস হয়ে যাবার পর সেই প্রশ্ন তুলেছে জার্মান মিডিয়া৷ ইইউ থেকে গাড়ি রপ্তানি সহজ করার পরিবর্তে যুক্তরাষ্ট্র চায় ইউরোপের বাজারে মার্কিন কৃষিপণ্যের অবাধ প্রবেশ৷

https://p.dw.com/p/1IgKK
Belgien Greenpeace Protest gegen TTIP
ছবি: picture-alliance/dpa/O. Hoslet

টিটিপ অর্থাৎ ট্রান্সঅ্যাটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ চুক্তির খসড়াটি গোপনীয়ই ছিল৷ তা সত্ত্বেও খসড়াটি গ্রিনপিস পরিবেশ সংগঠনের নেদারল্যান্ডস শাখার হাতে এসে পড়ে এবং তারা সেটিকে একটি জার্মান সংবাদমাধ্যমের একটি অংশের হাতে তুলে দেয়৷ সরকারি ডাব্লিউডিআর ও এনডিআর টেলিভিশন তথা বেতার সংস্থা, ও সেই সঙ্গে স্যুড ডয়চে সাইটুং পত্রিকার সাংবাদিকরা আগেও এভাবে একাধিক বিষয় নিয়ে অনুসন্ধান করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন৷ উইকিলিকস ও অপরাপর হুইসলব্লোয়ারের যুগে দৃশ্যত কোনো তথ্যই বেশিদিন গোপন রাখা সম্ভব নয়৷

টিটিপ-এর খসড়া প্রকাশিত হওয়ার ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর শেষ রাষ্ট্রীয় সফরে জার্মানি ঘুরে গেছেন এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে তাঁর বিশেষ সখ্য ও হৃদ্যতার পরিচয় রেখেছেন৷ এমনকি দুই নেতা টিটিপ সংক্রান্ত আলাপ-আলোচনা আরো জরুরি ভিত্তিতে চালিয়ে যাবার আহ্বান জানিয়েছেন৷ ২০১৭ সালের মধ্যেই এই চুক্তি সম্পাদিত হোক, এই হলো ওবামার কামনা৷ অথচ জার্মানি তথা ইউরোপে টিটিপ-এর বিরুদ্ধে প্রতিরোধ অনেকদিন ধরে দানা বাঁধছে৷

টুইটকারী যা লিখছেন,তার অর্থ হলো, ‘ইউরোপীয় কমিশন ইউরোপীয় সংসদ ও জনগণের কাছ থেকে (টিটিপ-সংক্রান্ত) গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছেন৷ স্বচ্ছতা টিটিপ-এর অন্ত ঘটাবে৷' টিটিপ নিয়ে জার্মানিতে ইতিপূর্বে একাধিকবার বড় আকারের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়েছে৷

তবে টিটিপ নিয়ে চূড়ান্ত ঝড় ওঠা এখনও বাকি, যদিও কনজিউমার সেফটি অর্থাৎ ভোক্তার নিরাপত্তা থেকে শুরু করে আর্বিট্রেশন প্যানেল অর্থাৎ সালিশি পরিষদ অবধি নানা খুঁটিনাটি নিয়ে মতানৈক্য ও বিতর্ক আছে৷ এক কথায় বলতে গেলে, ইউরোপের গ্রাহক তথা উৎপাদকদের ভয় এই যে, মার্কিন কৃষিপণ্যের স্টিমরোলার চলতে শুরু করলে ইউরোপের নিজস্ব সংস্কৃতি বিপন্ন হবে৷ এক্ষেত্রে ফ্রান্সের প্রতিরোধ সহজেই অনুমেয়৷

এসি/এসিবি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য