1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বানরের হাতে স্টিয়ারিং, চালক বরখাস্ত

৮ অক্টোবর ২০১৮

ভারতের কর্নাটকে দেবাঙ্গিরি থেকে ব্রহ্মসাগর রুটে নিয়মিতই চলে পাবলিক বাস৷ কিন্তু অক্টোবরের ৪ তারিখ একটি বাসে পরিস্থিতি ছিল একটু ভিন্ন৷ ৩ মিনিট ধরে চালক নয়, বরং এক বানরের হাতে ছিল স্টিয়ারিংয়ের হুইল৷

https://p.dw.com/p/3693B
Ein Affe fährt Bus
ছবি: twitter/nolanentreeo

চালক অবশ্য বেশ মজা করেই বাস চালাচ্ছিলেন৷ তবে এই মজাকে সাধারণ মজা হিসেবে নেয়নি কর্তৃপক্ষ৷ বাসের যাত্রীদের জীবন হুমকির মুখে ফেলায় এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে চালককে৷

এক যাত্রী চালকের এই কাণ্ড মোবাইল ফোনে ধারণ করে টুইটারে শেয়ার করেছেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে, একটি লেঙ্গুর প্রজাতির বানর বাসের স্টিয়ারিং হুইলে বসে আছে৷

চালককে বরখাস্ত করার সিদ্ধান্তে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে দেখা দিয়েছে বিতর্ক৷ কেউ বলছেন, এমন সিদ্ধান্ত না নিলে অন্য চালকরা এতে উৎসাহিত বোধ করতে পারেন৷

তবে কেউ কেউ আবার দাঁড়িয়েছেন চালকের পক্ষে৷ তাঁরা বলছেন, বানরটি স্টিয়ারিংয়ে বসে থাকলেও চালক নিজের হাতেই রেখেছেন স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ৷ ফলে তাঁকে বরখাস্ত না করে সতর্ক করে দিলেই চলতো বলে মনে করছেন তাঁরা৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য