বাবরি মসজিদ ভাঙার ২৭ বছর: প্রতিবাদ অব্যাহত
অযোধ্যা মামলার রায়দানের পরেও বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদ অব্যাহত৷ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভাঙা হয়েছিল মসজিদের কাঠামো৷ প্রতিবারের মতো এ বারেও দিল্লি থেকে কলকাতা, সর্বত্রই হলো মিটিং মিছিল প্রতিবাদসভা৷
জামা মসজিদে প্রতিবাদ
জুম্মার নমাজের পরে দিল্লি জামা মসজিদের বাইরে অনুষ্ঠিত হয় বিশাল প্রতিবাদ সভা৷ দিল্লির মাটিয়ামহলের প্রাক্তন বিধায়ক শোয়েব ইকবাল সেখানে বলেন, যাঁরা মসজিদ ভাঙলেন তাঁদের শাস্তি কবে হবে?
প্রতিবাদে ছোটরাও
জামা মসজিদের প্রতিবাদ সভায় যোগ দিয়েছিল ছোটরাও৷ তাদেরও হাতের প্ল্যাকার্ডে লেখা 'বিচার চাই'৷
প্রতিবাদ মিছিল
সভার শেষে মহল্লায় মহল্লায় মিছিলও করেও প্রতিবাদকারীরা৷ তাতে যোগ দেন রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ৷
মান্ডি মিছিল
বেশ কয়েকটি মুসলিম সংগঠন এবং মানবাধিকার সংগঠন মান্ডি হাউস থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করে৷ সেখানেও বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে সরব হন আন্দোলনকারীরা৷
তোমার আমার পাপ
মান্ডি হাউসের মিছিলে যোগ দিয়েছিলেন বিশিষ্টজনেরাও৷ তাঁদের সকলেরই বক্তব্য, যে ভাবে মসজিদ ধ্বংস করা হয়েছিল তা লজ্জার৷ পাপ৷
চলো যন্তরমন্তর
মান্ডি হাউস থেকে মিছিলকারীরা এ দিন পৌঁছে যান যন্তর মন্তর৷ জানিয়ে দেন, সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানালেও, তাঁদের প্রতিবাদ বন্ধ হবে না৷ অভিযুক্তদের শাস্তি দিতেই হবে৷
পিছিয়ে নেই কলকাতাও
এ দিন দিল্লির মতোই কলকাতাতেও বিশাল মিছিল হয় বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে৷ ১২টি সংগঠন এক সঙ্গে মিছিলে পা মেলান৷
পাশে অনেকেই
বিজেপি দাবি করছে, সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যা নিয়ে আর কোনও কথা বলা উচিত নয়৷ কিন্তু বাম এবং কংগ্রেসের বক্তব্য, যাঁরা অন্যায় করেছিলেন, তাঁদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না৷