বাবা-ছেলের বুন্ডেসলিগা
জার্মানির ফুটবল লিগ বুন্ডেসলিগায় খেলা কয়েকজন ফুটবলারের ছেলেরা এখন বুন্ডেসলিগায় খেলছেন৷ কেমন করছেন তাঁরা?
জিওভান্নি রায়না
বাবা ক্লাউদিও রায়না ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ফুটবলার৷ তিনি জার্মানির লেভারকুজেন ও ভল্ফসবুর্গসহ ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেছেন৷ রায়নার মা ডানিয়েল এগানও যুক্তরাষ্ট্রের হয়ে ফুটবল খেলেছেন৷তাঁদের ছেলে ১৭ বছর বয়সি জিওভান্নি রায়না সম্প্রতি সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে জার্মান কাপে গোল করেছেন৷ তিনি খেলছেন বোরুসিয়া ডর্টমুন্ডের হয়ে৷
আর্লিং হালান্ড
জানুয়ারিতে ডর্টমুন্ডে যোগ দিয়ে বুন্ডেসলিগার প্রথম তিন ম্যাচে সাত গোল করে রেকর্ড করেছেন নরওয়ের এই ফুটবলার৷ তাঁর বাবা আল্ফ-ইঙ্গে নরওয়ে জাতীয় দল ও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন৷
লেরয় সানে
বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন৷ তবে ফুটবলার হিসেবে তাঁর বেড়ে ওঠা বুন্ডেসলিগা ক্লাব শালকেতে৷ তাঁর বাবা সুলায়মান সানে সেনেগাল জাতীয় দলের স্ট্রাইকার ছিলেন৷ তবে ক্লাব পর্যায়ের বেশিরভাগ খেলাই খেলেছেন জার্মানিতে৷
অলিভার কান
বায়ার্ন মিউনিখ ও জার্মান জাতীয় দলের এই তারকা গোলরক্ষকের বাবা রল্ফ কান বুন্ডেসলিগা ক্লাব কার্লসরুয়ের স্ট্রাইকার হিসেবে ষাটের দশকে খেলেছেন৷
স্টেফান বেকেনবাওয়ার
জার্মান ফুটবলে ‘ডেয়ার কাইজার’ বা সম্রাট নামে পরিচিত ফ্রানৎস বেকেনবাওয়ারের ছেলে স্টেফান বেকেনবাওয়ার৷ ১৯৯২-৯৩ মৌসুমে সারব্রুকেনের হয়ে মাত্র ১২টি বুন্ডেসলিগা ম্যাচ খেলেছিলেন তিনি৷ এরপর বায়ার্নের যুব দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন৷ ২০১৫ সালে মস্তিস্কের টিউমারে আক্রান্ত হয়ে মারা যান তিনি৷
বেনইয়ামিন হ্যুবনার
হফেনহাইমের ডিফেন্ডার তিনি৷ আর তাঁর বাবা ব্রুনো হ্যুবনার বর্তমানে বুন্ডেসলিগার আরেক দল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের স্পোর্টিং ডাইরেক্টর৷ আশির দশকে তিনি কাইজার্সলাউটার্নের হয়ে বুন্ডেসলিগায় খেলেছেন৷
ফিলিপ মাক্স
মাক্স (ডানে) বর্তমানে আউগসবুর্গের হয়ে খেলছেন৷ তবে বুন্ডেসলিগায় তাঁর প্রথম ক্লাব ছিল শালকে, যে দলে একসময় তাঁর বাবা মার্টিন মাক্সও খেলেছেন৷ ১৯৯৭ সালে উয়েফা কাপ জেতা শালকে দলের খেলোয়াড় ছিলেন তিনি৷ এছাড়া ২০০০ ও ২০০২ সালে বুন্ডেসলিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মার্টিন মাক্স৷
চা ডু-রি
দক্ষিণ কোরিয়ার এই ফুটবলার (বামে) তাঁর বাবার খেলা দুটো বুন্ডেসলিগা ক্লাব ফ্রাঙ্কফুর্ট ও লেভারকুজেনের হয়ে খেলেছেন৷ অবশ্য এর বাইরে আরও কয়েকটি ক্লাবেও খেলেছেন তিনি৷ বাবা চা বুম-কুন ফ্রাঙ্কফুর্ট ও লেভারকুজেনের হয়ে দুবার উয়েফা কাপ জিতেছিলেন৷
লেওনার্দো বিটেনকুর্ট
২৬ বছর বয়সি বিটেনকুর্ট ইতিমধ্যে ডর্টমুন্ড, হানোফার ও কোলনের হয়ে খেলে ফেলেছেন৷ তাঁর বর্তমান দল হফেনহাইম৷ তবে ধারে খেলছেন ভ্যার্ডার ব্রেমেনের হয়ে৷ তাঁর বাবা ফ্রাংকলিন ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার৷ তিনি বুন্ডেসলিগা ক্লাব লাইপশিসের হয়ে ২২টি ম্যাচ খেলেছেন৷
ডানিয়েল বায়ার
৩৫ বছর বয়সি বায়ার আউগসবুর্গের হয়ে দুশোর বেশি ম্যাচ খেলেছেন৷ তাঁর বাবা ইয়ুর্গেন বায়ার প্রথম বিভাগের বুন্ডেসলিগায় মাত্র ৩১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন৷