1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাভারিয়ায় সিএসইউ-র একক শাসন শেষ

আব্দুল্লাহ আল-ফারুক২৯ সেপ্টেম্বর ২০০৮

জার্মানির দক্ষিণের রাজ্য বাভারিয়ায় রবিবার ২৮ সেপ্টেম্বরের প্রাদেশিক নির্বাচনে দীর্ঘ ৪৬ বছর ধরে এককভাবে শাসন চালিয়ে যাওয়া দল সিএসইউ আগের তুলনায় ১৭ শতাংশেরও বেশি ভোট হারিয়েছে৷ সামাজিক গণতন্ত্রীরাও যে খুব ভাল করেছে তা নয়৷

https://p.dw.com/p/FRHD
বাভারিয়ায় প্রাদেশিক নির্বাচনে সামাজিক ইউনিয়ন সিএসইউ একচ্ছত্র আধিপত্য হারিয়ে ফেললছবি: AP

তবে খ্রিস্টীয় সামাজিক ইউনিয়ন সিএসইউ যে রাজ্যের রাজনীতিতে তার একচ্ছত্র আধিপত্য হারিয়ে ফেলল, এটা নি:সন্দেহে বড় রকমের এক ঘটনা যার প্রভাব বার্লিনে ফেডারেল রাজনীতির ওপরও পড়বে বলে পর্যবেক্ষকদের ধারণা৷

বাভারিয়ায় এক ভূমিকম্প হয়ে গেল৷ এতদিন সিএসইউ দলের নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল প্রাকৃতিক নিয়মের মত৷ কিন্তু তা আর রইল না৷ সিএসইউ দলকে এবার কোয়ালিশন সহযোগী খুঁজতে হবে৷ অথচ সরকার গড়তে সহযোগী খুঁজে বের করার অভিজ্ঞতা ছিল সেই পঞ্চাশ দশকের বাভারিয়ার৷

ভূমিকম্পের প্রচন্ড ধাক্কা অনুভূত হয়েছে একেবারে বার্লিন পর্যন্ত৷ খ্রিস্টীয় গণতন্ত্রী ইউনিয়ন সিডিইউ দলের নেত্রী আঙ্গেলা ম্যারকেল সামাজিক গণতন্ত্রী দল এসপিডি-র সঙ্গে এক গ্র্যান্ড কোয়ালিশন চালাচ্ছেন৷ আগামী বছর সংসদীয় নির্বাচনের পরেও তিনি চ্যান্সেলর থাকতে চান৷ তবে সামাজিক গণতন্ত্রীদের সঙ্গে নয় - বরং উদারপন্থী ফ্রি ডেমোক্র্যাট বা এফডিপি-র সঙ্গে৷ তার জন্য শুধু এফডিপি-কেই শক্তিশালী হলে চলবে না৷ দুই ইউনিয়ন দল - সিডিইউ আর সিএসইউকেও ভোট বেশি পেতে হবে৷ কিন্তু সিএসইউ তার নিজের এলাকা বাভারিয়াতেই এত বেশি ভোট হারিয়ে ফেলল, এটা কোন ইতিবাচক সংকেত নয়৷

সামাজিক গণতন্ত্রী দলের খুব সম্প্রতি মনোনীত চ্যান্সেলর পদপ্রার্থী, পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার-এর অবস্থান তাই বলে বাভারিয়ার রাজনৈতিক ভূমিকম্পের ফলে আরো ভাল হল সেটা বলা যাবে না৷ তাঁর দলের বাভারীয় শাখা শাসক সিএসইউ-র দুর্বলতা সত্ত্বেও এবারের প্রাদেশিক নির্বাচনে পাঁচ বছর আগের তুলনায় আরো অনেক খারাপ ফল করেছে৷ স্টাইনমায়ারের পছন্দের কোয়ালিশন সহযোগী সবুজ ও উদারপন্থী - দুই দলই ভোট বেশি পেয়েছে৷ সামাজিক গণতন্ত্রী, উদারপন্থী ও সবুজ দলের জোট তখনই কাজ করতে পারবে যখন এসপিডি আরো শক্তিশালী হবে৷ কিন্তু এই নির্বাচনে দল বরং আরো একটু দুর্বল হল৷

বাভারিয়ার রাজ্য নির্বাচনের একটা লক্ষণীয় ফল হচ্ছে দুই বড় দল খ্রিস্টীয় ইউনিয়ন আর সামাজিক গণতন্ত্রীদের ভোট খোয়ানোর পালা অব্যাহত রয়েছে৷ অসন্তুষ্ট এসপিডি-ভোটাররা সরে যাচ্ছে বাম দল লিংক্সপার্টাই এবং অংশত সবুজ দলের দিকে৷ আর ইউনিয়ন দলের অসন্তুষ্ট ভোটাররা সরে যাচ্ছে উদারপন্থী দলের দিকে এবং বাভারিয়ায় তাদের একটা বড় অংশ গেছে নির্দলীয় ফ্রি ভোটার্স গ্রুপের দিকে৷

বার্লিনে বর্তমান গ্র্যান্ড কোয়ালিশনের শরিকদের মধ্যে যদি মতপার্থক্য জোরদার হতে থাকে তাহলে সাধারণ মানুষের অসন্তোষ বাড়তে পারে৷ দুই বড় দলের জনপ্রিয়তায় আরো বেশি ক্ষয় ধরবে বৈকি৷