1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিন হামলার এক বছর

১৯ ডিসেম্বর ২০১৭

জার্মানির বার্লিনে বড়দিনের এক বাজারে হামলার এক বছর হচ্ছে আজ৷ ট্রাক নিয়ে চালানো ঐ হামলায় ১২ জন নিহত হয়েছিলেন, আহত হন ৭০ জন৷ একবছর পর মানুষের মনে আজও প্রশ্ন, এই হামলা কি ঠেকানো যেত?

https://p.dw.com/p/2pcBw
ছবি: Reuters/F. Bensch

এছাড়া হামলার পর নিহতদের পরিবারকে তথ্য দিতে দেরি করা, তাঁদের কাছে হুমকিসহ ময়নাতদন্তের বিল পাঠানো, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের তাঁদের সঙ্গে দেখা না করা ইত্যাদি বিষয়ও আলোচিত হচ্ছে৷

বার্লিনের ব্রাইটশাইডপ্লাৎসের ক্রিসমাস মার্কেটে ট্রাক নিয়ে হামলা করেছিলেন আশ্রয় আবেদন ব্যর্থ হওয়া টিউনিশিয়ার নাগরিক আনিস আমরি৷ ঐ হামলার পর নিহত কয়েকজনের পরিবারকে তাঁদের স্বজন হারানোর সংবাদ দিতে তিনদিন পর্যন্ত লেগেছিল৷ অথচ চেহারার উপর ভিত্তি করে পরিবারের সদস্যদের অন্তত আগাম সতর্কতা দেয়া যেত বলে মনে করেন কুর্ট বেক৷ হামলার পর সরকার তাঁকে হামলা পরবর্তী অবস্থা কীভাবে সামাল দেয়া হয়েছে তা নিয়ে প্রতিবেদন দেয়ার জন্য নিয়োগ করেছিল৷ গত সপ্তাহে তিনি তাঁর প্রতিবেদন জমা দিয়েছেন৷ তিনি বলেন, হামলাপরবর্তী অবস্থা সামাল দেয়ার জন্য ‘প্রস্তুত ছিল না’ জার্মানি৷ এক্ষেত্রে নিহতদের পরিবারের কাছে ময়নাতদন্তের বিল পাঠানোর কথা উল্লেখ করেন তিনি৷ এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে বিল দিতে দেরি হলে জরিমানা করার হুমকিও দেয়া হয়েছিল বলে জানান বেক৷ ‘‘আমি এ সব বিশ্বাস করতে চাইনি৷ কিন্তু আমার হাতে এমন চিঠি ছিল,’’ বলেন তিনি৷

গত মার্চে বার্লিন হামলায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন তৎকালীন জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক৷ কিন্তু জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল দেখা না করায় অসন্তুষ্ট ছিলেন নিহতদের পরিবার৷ সম্প্রতি ‘ডেয়ার স্পিগেল' পত্রিকায় তাঁরা যৌথভাবে ম্যার্কেলের উদ্দেশে একটি চিঠিও লেখেন৷ এতে তাঁদের সঙ্গে দেখা না করার মাধ্যমে ম্যার্কেল তাঁর দায়িত্ব ঠিকমতো পালন করছেন না বলে অভিযোগ করা হয়৷ এরপর অবশ্য সোমবার তাঁদের সঙ্গে দেখা করেছেন ম্যার্কেল৷ যদিও ম্যার্কেলের মুখপাত্র জানিয়েছিলেন, পত্রিকায় চিঠি প্রকাশের আগেই নিহতদের পরিবারের সঙ্গে ম্যার্কেলের বৈঠকের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল৷ কিন্তু ম্যার্কেল কেন আগেই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেননি ? কুর্ট বেকের কাছে এর উত্তর জানতে চেয়েছিল ডয়চে ভেলে৷ বেক বলেন, ম্যার্কেল তাঁকে জানিয়েছেন যে, প্রেসিডেন্ট যেহেতু দেখা করেছেন তাই তিনি আর সেটা করেননি৷ ‘‘ম্যার্কেল ভালো বিশ্বাসেই এটা বলেছেন৷ তবে তিনি অবস্থা ভালোভাবে বিচার করতে পারেননি,'' বলেন তিনি৷

ম্যার্কেল নিজে তাঁর বিরুদ্ধে সমালোচনা স্বীকার করে নিয়ে বলেছেন, ‘‘এটা আমার কাছে পরিষ্কার যে, তাঁদের কষ্ট, তাঁদের জীবনের এই সম্পূর্ণ পরিবর্তন কখনো ঠিক হবার নয়৷ তবুও আমরা সমবেদনা জানাতে পারি৷ আর যে বিষয়গুলোর উন্নতি হওয়া আবশ্যক সেগুলো করতে পারি৷''

হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে কমপক্ষে ১ দশমিক ৬ মিলিয়ন ইউরো দেয়া হয়েছে বলে বিচার মন্ত্রণালয়ের তথ্য বলছে৷

মার্কেট বন্ধ থাকবে

হতাহতদের প্রতি সম্মান জানাতে ব্রাইটশাইডপ্লাৎসের ক্রিসমাস মার্কেট আজ মঙ্গলবার সারাদিব বন্ধ থাকবে৷ জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার স্থানীয় গির্জায় নিহতদের স্মরণে আয়োজিত এক প্রার্থনায় অংশ নেন৷ এরপর নিহতদের নাম লেখা একটি ফলক উন্মোচন করা হয়৷ এছাড়া হামলার সময় রাত আটটা দুই মিনিটে ১২ মিনিট ধরে গির্জা ঘণ্টা বাজানো হবে৷

Berlin Christmas market attack: one year on

আমরি পুলিশের নজরে ছিল?

হামলাকারী আনিস আমরি ২০১৫ সালে ইটালি থেকে জার্মানিতে এসেছিলেন৷ এরপর বিভিন্ন নামে তিনি বিভিন্ন জায়গায় নিবন্ধন করেন৷ এই বিষয়টি ধরতে না পারায়  এতদিন পুলিশের সমালোচনা করা হয়েছে৷ তবে ভেল্ট আম সনটাগ পত্রিকা রবিবার জানিয়েছে, জার্মানির গোয়েন্দারা নাকি আমরিকে কঠোর নজরের মধ্যে রেখেছিলেন৷ তাঁর মাধ্যমে অন্যদের ধরার জন্য আমরিকে মুক্ত অবস্থায় রাখা হয়েছিল বলে মনে করছে পত্রিকাটি৷ বার্লিন হামলার চারদিন পর আমরিকে গুলি করে হত্যা করে ইটালির পুলিশ৷

জেডএইচ/ডিজি (এএফপি, ডিডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান