‘বার্লিনালে'-তে ফরাসি ফিল্ম
৫ ফেব্রুয়ারি ২০১৩৬৩তম বার্লিনালে শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার, আর্ট ফিল্ম অনুরাগীদের প্রিয় চীনা চিত্রপরিচালক ওয়ং কার ওয়াই-এর একটি মার্শিয়াল আর্টস এপিক দিয়ে৷ ছবিটির নাম ‘‘দ্য গ্র্যান্ডমাস্টার''৷
বার্লিনালেতে যে ১৯টি ছবি এবার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, তার মধ্যে রয়েছে বড় বাজেটের হলিউড ছবি থেকে শুরু করে নামকরা ইউরোপীয় চিত্রপরিচালকদের নতুন ছবি এবং আনকোরাদের প্রথম ছবি৷ ১১ দিন ধরে চলবে এই চলচ্চিত্র উৎসব৷ উৎসবের সেরা পুরস্কার – গোল্ডেন বেয়ার বা স্বর্ণভল্লুক – দেওয়া হবে ১৬ই ফেব্রুয়ারি৷ সব নিলিয়ে ৪০০ ফিল্ম দেখানো হবে এই বার্লিনালেতে৷
ছবি দেখার চাইতে যাঁরা তারকাদের দেখতে ভালোবাসেন, তাঁদের জন্য থাকছেন ম্যাট ডেমন, জুড ল', ইথান হক, নিকোলাস কেজ, এমা স্টোন ইত্যাদি৷ দেনোভ আর বিনোশের নাম তো আগেই করা হয়েছে৷ তবে উৎসবের লাল গালিচায় এবার সাদা বরফের গুঁড়ো লেগে থাকতে পারে, আবহাওয়া যা চলেছে!
ওদিকে স্বনামধন্য চিত্রপরিচালক স্টিভেন সডারবার্গ আবার ঘোষণা করে বলে আছেন যে, জুড ল' ও ক্যাথরিন জেটা-জোন্স নিয়ে তৈরি ‘‘সাইড এফেক্টস''-ই নাকি তাঁর ‘‘শেষ'' ছবি৷ এর পরেই তিনি আধা অবসর নেবেন৷
‘‘অন মাই ওয়ে'' ছবিতে ক্যাথরিন দেনোভ এক রেস্তরাঁ-মালিক, যাঁর দুর্দিন পড়েছে৷ তবু তিনি একটি নবসূচনার স্বপ্ন দেখেছেন৷ অন্যদিকে ‘‘কামিল ক্লদেল ১৯২৫'' ছবিতে বিনোশ করেছেন এক মহিলা চিত্রকরেরভূমিকায় অভিনয়, যাঁকে তাঁর পরিবার পাগলা গারদে যেতে বাধ্য করে৷
ইউরোপে খ্রিস্টধর্ম, গির্জা, মঠ ইত্যাদি চিরকালই ছবির বিষয় হয়ে থাকে, বিশেষ করে সমালোচনামূলক ছবির৷ ‘‘দ্য নান'' ছবিটিতে ইসাবেলা হুপার্ট এক মাদার সুপিরিয়র বা মঠাধ্যক্ষার ভূমিকায় অভিনয় করেছেন, যিনি এক নভিস বা নতুন নান-এর প্রেমে পড়েছেন৷ পোল্যান্ড থেকে আসছে ‘‘ইন দ্য নেম অফ'' শীর্ষক একটি ছবি, যার উপজীব্য হলো, গ্রামের গির্জার এক যাজকের সমকামিতা৷ ছবির পরিচালক মাওগোস্কা জুমোভস্কা কিন্তু নিজে মহিলা৷
বস্তুত বার্লিনালের অনেক ছবিই যে মহিলাদের নিয়ে কিংবা মহিলাদের তৈরি, সে ব্যাপারে বার্লিনালের পরিচালক ডিটার কসলিক খানিকটা গর্বিত – অবশ্যই গতবছরের কান চলচ্চিত্র উৎসবে মহিলা চিত্রপরিচালকদের প্রায় বাদ দেওয়া হয়েছিল বলে৷
এসি/ডিজি (এএফপি, রয়টার্স)