বার্লিনে আবার ফ্যাশন তারকাদের মেলা
আবার নতুন বছর শুরু বার্লিনে, আবার শুরু হলো উঠতি মডেল, ডিজাইনারদের মিলনমেলা ‘বার্লিন ফ্যাশন উইক’৷ দেখা যাক, নতুন বা অভিনব কী কী আছে এবারের আয়োজনে৷
লা লা বার্লিন
এমটিভির ‘ডিজাইনারামা’ অনুষ্ঠানের সুবাদে লেইলা পিদায়েশকে সবাই এখন চেনে৷ ইরানি বংশোদ্ভূত লেইলাও আছেন বার্লিন পোশাক উৎসবে৷
দাদির প্রিয় নাতনি লেনা
লেনা হশেক ফ্যাশন জগতে এসেছেন মূলত তাঁর দাদির কারণে৷ ১৩ বছর বয়সে নিজের দাদির কাছ থেকেই সেলাই শিখেছিল লেনা৷ কৈশোরে সেলাই শেখা সেই মেয়েটিই এখন ৩৪ বছর বয়সি লেনা হশেক৷
‘শপিং কুইন’-এর গিডো মারিয়া ক্রেচমার
বার্লিন ফ্যাশন সপ্তাহ সম্পর্কে যাঁরা জানেন না, তাঁদের অনেকেও গিডো মারিয়া ক্রেচমারকে চেনেন৷ ‘শপিং কুইন’ নামের একটি টিভি অনুষ্ঠানের সুবাদে ফ্যাশন সচেতনদের কাছে বেশি পরিচিত হলেও ক্রেচমার ডিজাইনার হিসেবেও কম যান না৷ ঘরে বসে ডিজাইনিংয়ের কাজ শুরু করা ক্রেচমারের এক সময় হাতে তেমন কাজ ছিল না৷ বিমানের ক্রু’দের পোশাক ডিজাইন করার সুযোগ না পেলে বড় ডিজাইনার হওয়ার স্বপ্নটা হয়ত হারিয়েই যেত৷
সেরা নবাগত থেকে প্রতিষ্ঠিত তারকা
২০১১ সালে বার্লিন ফ্যাশন সপ্তাহের ‘সেরা নবাগত’ হয়েছিলেন হিন লে৷ তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে৷
পোষাকে কবিতা এবং মাধ্যাকর্ষণ?
পৃথিবীর সব বস্তুতেই তো মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব আছে বা থাকে৷ সেই হিসেবে প্যারিস ভিত্তিক কোম্পানি ‘অগাস্টিন টেবুল’-এর দাবিকে স্বাভাবিক বলে মেনে নেয়াই যায়৷ পোশাকের ডিজাইনে কবিতা ও মাধ্যাকর্ষণের প্রভাব দেখতে এবং দেখাতে চায় চার বছর আগে আনেলি অগাস্টিন এবং অডলি টেবুলের প্রতিষ্ঠা করা এই ডিজাইনিং হাউস৷
বার্লিনে ভারতীয় নির্যাস
রেবেকা ব়্যৎসের জন্ম অস্ট্রিয়ায়, লেখাপড়া করেছেন জার্মানির মিউনিখে আর কাজ করেছেন ভারত ও লন্ডনে৷ ভারতীয় সংস্কৃতি পোশাক-পরিচ্ছদের ধরন তাঁর মনে দাগ কাটে৷ তাঁর কাজের মাঝেও লক্ষ্য করা যায় সেই ছাপ৷