1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে গ্রিক প্রধানমন্ত্রী, পরিস্থিতি সামলাচ্ছেন ম্যার্কেল

২৭ সেপ্টেম্বর ২০১১

বার্লিনে বিদেশি শীর্ষ নেতাদের আনাগোনা লেগেই রয়েছে৷ কিন্তু মঙ্গলবার গ্রিসের প্রধানমন্ত্রীর বার্লিন সফরের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব৷ ঋণ সংকট কাটানোর চাবিকাঠি খোঁজার চেষ্টা চলছে সেখানে৷

https://p.dw.com/p/12hKR
জার্মান শিল্পপতিদের সভায় সাফল্যের আশ্বাস দিলেন পাপান্দ্রেউছবি: dapd

গ্রিসের প্রধানমন্ত্রী ইয়র্গস পাপান্দ্রেউ'র অবস্থা মোটেই কারো ঈর্ষার কারণ হতে পারে না৷ গ্রিসের মানুষ প্রতিদিন সরকারের ব্যয় সংকোচ নীতির বিরুদ্ধে কোনো না কোনোভাবে তাদের ক্ষোভ উগরে চলেছে৷ যেমন আজই পরিবহন ধর্মঘটে প্রায় অচল হয়ে পড়েছে গোটা দেশ৷ ইউরোপীয় ইউনিয়ন ও ইউরো এলাকার সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিধর দেশ জার্মানির রাজধানী বার্লিনে এসে গ্রিসের প্রধানমন্ত্রী আজ কিন্তু বেশ দৃঢ় চিত্তে তাঁর দেশ ও সরকারের নীতির সপক্ষে বক্তব্য রাখলেন৷ তিনি পরিষ্কার বললেন, গ্রিস তার সব পাওনা মিটিয়ে দেবে – বিদেশি দেনাদারদের দুশ্চিন্তার কোনো কারণ নেই৷ তাছাড়া অপ্রিয় হলেও প্রয়োজনীয় সংস্কারের কাজেও কোনো ঢিলেমি হবে না৷ মোটকথা তাঁর বক্তব্য হলো, গ্রিস সঠিক পথেই এগিয়ে চলেছে৷ এবার বাকি বিশ্বকেও তার প্রতিশ্রুতি পালন করতে হবে৷

Angela Merkel Giorgos Papandreou BDI
গ্রিক প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন ম্যার্কেলছবি: picture alliance/dpa

বৃহস্পতিবার জার্মান সংসদে ভোটগ্রহণ

গ্রিস এর আগেই প্রথম দফার আন্তর্জাতিক আর্থিক সাহায্য পেয়ে গেছে৷ কিন্তু তার সুফল এখনো দেখা যাচ্ছে না৷ তাই দ্বিতীয় দফার সাহায্য দেওয়া নিয়ে ইউরোপের রাজনীতি জগত ও জনগণ কিছুটা সংশয়ে ভুগছে৷ গ্রিসকে উদ্ধার করতে করদাতাদের অর্থ ঢেলে আদৌ কোনো লাভ হবে কি না, তা নিয়ে বিতর্ক চলছে৷ অবশ্য প্রত্যেক দফার সাহায্য পেতে হলে তার জন্য কড়া শর্ত বেঁধে দেওয়া হয়েছে৷ এই অবস্থায় আগামী বৃহস্পতিবার জার্মান সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগে নতুন সাহায্যের প্যাকেজ নিয়ে ভোটাভুটি হবে৷ জার্মানির সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে ইউরো এলাকার বাকি দেশগুলি৷ পাপান্দ্রেউ নিজে তাই বার্লিনে এসে সব পক্ষের আস্থা অর্জন করতে চাইছেন৷

Angela Merkel Georgios Papandreou BDI
গ্রিক প্রধানমন্ত্রীর ভাশণ শুনছেন ম্যার্কেল ও অন্যরাছবি: dapd

ম্যার্কেল'এর কর্তৃত্ব প্রশ্নের মুখে

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল'এর দৃঢ় বিশ্বাস, অভিন্ন মুদ্রা ইউরোর স্থিতিশীলতার স্বার্থে গ্রিসের প্রতি সংহতি দেখাতেই হবে৷ তিনি মনে করিয়ে দিয়েছেন, ইউরো এলাকার এক দেশ সংকটে পড়লে বাকিরাও ক্ষতিগ্রস্ত হয়৷ ফলে বৃহত্তর স্বার্থেই গ্রিসকে এযাত্রা উদ্ধার করতে হবে৷ তাছাড়া গ্রিস সব শর্ত পূরণ করলে বাকিদেরও প্রতিশ্রুতি পালন করতে হবে৷ জার্মানির জনমত গ্রিসকে আরও সাহায্য দেওয়ার বিপক্ষে৷ তাঁর নিজের জোটের মধ্যে এই প্রশ্নে বিদ্রোহের আভাস পাওয়া যাচ্ছে৷ বিরোধী দলগুলিও গ্রিসের প্রধানমন্ত্রীর উপর আরও চাপ সৃষ্টি করার জন্য ম্যার্কেল'এর উপর চাপ দিচ্ছে৷ যদিও প্রধান বিরোধী দল এসপিডি গ্রিসকে সাহায্য দেওয়ার পক্ষে৷ এই অবস্থায় বৃহস্পতিবার সংসদে প্রস্তাবের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে যদি বিরোধীদের সমর্থনের উপর নির্ভর করতে হয়, তার ফলে দল ও সরকারের নেত্রী হিসেবে ম্যার্কেল'এর কর্তৃত্ব বড় প্রশ্নের মুখে পড়বে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান