1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে কর্মশালা

১৪ ফেব্রুয়ারি ২০১২

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শুধুই ছবি দেখানো হয় না, একইসাথে চলচ্চিত্র কর্মকাণ্ডে তরুণ প্রতিভার সমন্বয়েও রয়েছে নানা উদ্যোগ৷ এরই একটি ডয়চে ভেলে একাডেমির কর্মশালা৷

https://p.dw.com/p/143KK
Berlinale 2010 Spielstätten Publikum im Berlinalepalast Veröffentlichung sind ausschließlich im Rahmen einer redaktionellen Berichterstattung über die Berlinale gestattet
বার্লিনালে পালাস্টছবি: Berlinale 2010

বিশ্বের নানা দেশের নানা ভাষার চারশ' ছবি প্রদর্শিত হচ্ছে এবারের বার্লিনালেতে৷ কিন্তু ছবি দেখানোই বার্লিনালের সবকিছু নয়৷ একইসাথে রয়েছে চলচ্চিত্র নির্মাণের কাজে ব্যবহৃত নানা প্রযুক্তির সমাবেশ৷ রয়েছে প্রদর্শিত ছবিগুলো নিয়ে আলোচনা, পর্যালোচনা ও প্রশ্নোত্তর পর্ব৷ আবার চলচ্চিত্র অঙ্গনের জন্য সম্ভাবনাময় সৃষ্টিশীল প্রতিভা খুঁজে বের করতেও রয়েছে নানা আয়োজন৷ একদিকে হচ্ছে ট্যালেন্ট ক্যাম্পাস আবার অন্যদিকে, ডয়চে ভেলে একাডেমির উদ্যোগে চলেছে চলচ্চিত্র উৎসব আয়োজন ও ব্যবস্থাপনার উপর পাঁচ সপ্তাহব্যাপী কর্মশালা৷ সেই কর্মশালায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ছবি নির্মাতা এবং লেখক হামেদ কিবরিয়া৷

বার্লিনালে'কে ঘিরে চলমান কর্মশালা সম্পর্কে তিনি বললেন, ‘‘বারোটি দেশের চলচ্চিত্র অঙ্গন থেকে বাছাই করে বারোজন প্রতিনিধিকে এই কর্মশালায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে৷ এর আওতায় বার্লিনালের আয়োজক ও ব্যবস্থাপকদের সাথে সরাসরি নানা বৈঠকে ও কাজে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে৷ আবার তাত্ত্বিক দিক নিয়েও নানা আলোচনা ও শ্রেণিকক্ষে পাঠদান করাও হচ্ছে৷ ফলে এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ নিজ দেশে অনুষ্ঠিতব্য চলচ্চিত্র উৎসবগুলোকে আরো সুন্দর করতে পারবেন কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ চলচ্চিত্র কর্মীরা৷''

Berühmter bangladeschicher Regisseur Hamed Kibria, ein Teilnehmer an DW Akademie Veranstaltung über Film Festival in Berlin, 02.2012; Copyright: DW
চলচ্চিত্র নির্মাতা হামেদ কিবরিয়াছবি: DW

চলচ্চিত্র জগতে নিজের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে কিবরিয়া বলেন, ‘‘আমি নিজেকে একজন চলচ্চিত্র কর্মী বলেই মনে করি৷ তবে আমি বেশ কিছুদিন থেকেই ছবি নির্মাণ করছি৷ আমি ইতিমধ্যে দু'টি প্রামাণ্য চিত্র নির্মাণ করেছি৷ প্রথমটি একটি স্বল্পদৈর্ঘ্য ছবি ছিল৷ এটি ছিল আমার প্রিয় কবি শামসুর রাহমানের মৃত্যু এবং তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে৷ দ্বিতীয়টি ছিল বাংলাদেশের কিশোরদের জীবনযাত্রা নিয়ে৷ এ বছর আমি একটি ফিচার ফিল্ম তৈরির পরিকল্পনা নিয়ে এগুচ্ছি৷ সেটি কথাশিল্পী সেলিনা হোসেনের উপন্যাস ‘ভূমি ও কুসুম' এর উপর ভিত্তি করে তৈরি করবো৷ এটির চিত্রনাট্যও ইতিমধ্যে সম্পন্ন করেছি৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য