বার্লিনের কাছে পোল্যান্ডের টুরিস্ট বাস দুর্ঘটনায়, নিহত ১২
২৬ সেপ্টেম্বর ২০১০স্পেন থেকে লম্বা ছুটি কাটিয়ে পোল্যান্ডের একদল পর্যটক বাসে করেই ফিরছিলেন স্বদেশে৷ এতদূর ঘুরে এসে সেই পর্যটক বাস দুর্ঘটনায় পড়ল রবিবার সকালে৷ বার্লিনের দক্ষিণে শ্যোনেফেল্ড নামের একটি জায়গায় অটোবান বা হাইওয়ের মোড়ে৷ ঢাল বেয়ে গড়িয়ে পড়ে সেতুর পিলারে ধাক্বা মারা বাসটিকে উদ্ধার করতে পুরো এলাকার দমকল বাহিনীকে নিয়োগ করা হয়েছে৷ বাস থেকে অন্তত বারোজনের মৃতদেহ উদ্ধার করা গেছে এ পর্যন্ত৷ সাতজন আহতের অবস্থা সংকটজনক৷
অটোবান এ টেন-এ অন্তত পঞ্চাশজন পর্যটকবাহী পোল্যান্ডের পুলিশ বাসটি কীভাবে এত বড়মাপের দুর্ঘটনায় পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে৷ বার্লিন থেকে বিশ মিনিটের রাস্তা শ্যোনেফেল্ড ক্রয়েজে এক বাঁকের মুখে বাসটি গড়িয়ে যায়৷ প্রাথমিক তদন্তে জানা গেছে অটোবান থেকে বের হওয়ার সময় একটি গাড়ি নাকি আইন ভেঙে চালানোর ফলেই বাসটি খাদের দিকে চলে যেতে বাধ্য হয়৷ সোজা গিয়ে ধাক্বা মারে এক সেতুর পিলার বা স্তম্ভে৷ তবে, নিশ্চিত করে কিছু বলতে পারে নি পুলিশ৷ ফ্রাঙ্কফুর্ট আন দেয়ার ওলডারের পুলিশ মুখপাত্র পেটার সালেন্ডারের ধারণা, ওই গাড়িটার জন্যই দুর্ঘটনায় পড়েছিল বাসটি৷
দুর্ঘটনায় ১৬ জন যাত্রীর বেশিমাত্রায় চোট লেগেছে৷ জনা চোদ্দো যাত্রীর চোট অল্পাধিক৷ পুলিশ সূত্রের খবর, আহত যাত্রীদের মধ্যে সাতজনের অবস্থা সংকটজনক৷ যাত্রীরা সকলেই যে পোল্যান্ডের নাগরিক তাও নিশ্চিত করেছে পুলিশ৷ উদ্ধারকাজে গতি আনতে ওই এলাকার যেখানে যত দমকলকর্মী ছিল সকলকে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র৷ মোট ২৫০ দমকলকর্মী কাজে নেমে পড়েছেন৷
প্রতিবেদনঃ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনাঃ জাহিদুল হক