ভ্রমণের গন্তব্য
৭ মার্চ ২০১৩চলতি বছর বার্লিনের পর্যটন মেলায় পার্টনার দেশ হচ্ছে ইন্দোনেশিয়া৷ স্বাভাবিকভাবে তাই এশিয়ার গুরুত্ব মেলায় বেশি থাকবে, সেটাই স্বাভাবিক৷ তাছাড়া ভ্রমণপিয়াসি ইউরোপীয় পর্যটকদের জন্য এশিয়ার বিভিন্ন দেশ সবসময়ই লোভনীয়৷ একেতো এশিয়ায় নিখাদ প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ পাওয়া যায়, মোটের উপর ইউরোপের তুলনায় খরচও কম৷ তাই ইউরোপ, অ্যামেরিকার পর্যটকরা সুযোগ পেলেই ছোটেন এশিয়ার দিকে৷
বার্লিনের প্রদর্শনী কেন্দ্রের প্রধান ক্রিস্টিয়ান গ্যোকে চলতি আসর সম্পর্কে বলেন, ‘‘পৃথিবীতে পর্যটকের সংখ্যা এক বিলিয়নের বেশি এবং সহজে খুঁজে পাওয়া যায় এমন ইন্টারনেট পণ্য এখন বিভিন্নভাবে পর্যটকদের চাহিদা মেটাচ্ছে৷''
গ্যোকে বলেন, ‘‘মানুষের ভ্রমণের ইচ্ছা এবং ভ্রমণ পণ্যে দ্রুত বৈচিত্র আসছে৷ ফলে এই শিল্পে তথ্য এবং ব্যবসায়িক চাহিদা সবসময়ই বাড়তির দিকে৷''
চলতি বছরের মেলায় সবমিলিয়ে ১৮৮ টি দেশের ১০,০৮৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে৷ তবে গত বছর মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১০,৬৪৪টি৷ তারও আগের বছর ১১,১৬৩৷ এই সংখ্যাগুলোর দিকে তাকালে বোঝা যায়, সামগ্রিকভাবে খানিকটা হলেও আগ্রহ হারাচ্ছে আইটিবি৷ তবে এবারের মেলায় এশিয়া থেকে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে৷ পার্টনার দেশ ইন্দোনেশিয়া থেকে এসেছে ১২০টি সংস্থা৷ পাশাপাশি ফিলিপাইন্স, তাইওয়ান এবং চীনের অংশগ্রহণও চোখে পড়ার মতো৷
চলতি বছর আইটিবিতে ভ্রমণের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়টি নিয়ে বিশেষভাবে আলোচনা হচ্ছে৷ ভ্রমণ যেমন আনন্দের, তেমনি সেই আনন্দ নিতে পরিবেশের বিশেষ ক্ষতি না করে করাটাই বাঞ্ছনীয় – এই বাণী তুলে ধরা হচ্ছে মেলায়৷ এছাড়া ভ্রমণ নির্ভর বিভিন্ন প্রযুক্তি পণ্য এবং সমকামীদের চাহিদার ভিত্তিতে সাজানো বিভিন্ন গন্তব্যও তুলে ধরা হচ্ছে মেলায়৷ সেখানকার একটি প্যাভিলয়নে আন্তর্জাতিক সমকামী পুরুষ এবং নারী ট্রাভেল অ্যাসোসিয়েশনসহ ৫৬টি প্রতিষ্ঠান রয়েছে৷
উল্লেখ্য, আইটিবি শুরু হয়েছে বুধবার৷ চলবে আগামী রবিবার অবধি৷ চলতি আসরে প্রথমবার অংশ নিচ্ছে ২০১১ সালের স্বাধীনতা অর্জন করা দেশ দক্ষিণ সুদান৷ বাংলাদেশের পর্যটন মন্ত্রী ফারুক খানও মেলা উপলক্ষে বর্তমানে বার্লিনে অবস্থান করছেন৷
এআই / এসবি (ডিপিএ)