বার্লিনের ‘প্রশ্নবিদ্ধ' নির্বাচন
১২ অক্টোবর ২০২১ব্যালট না থাকার বিড়ম্বনা
২৬ সেপ্টেম্বর অদ্ভুত এক দৃশ্য দেখা যায় বার্লিনের বেশ কিছু ভোট কেন্দ্রে৷ অনেক ভোটারকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা৷ ভোটকেন্দ্রে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার কারণে দেখা দিয়েছিল এমন বিপত্তি৷
ব্যালট গেল ভুল ঠিকানায়
কোনো কোনো ভোট কেন্দ্রে ব্যালট পেপারের অভাবে ভোটারদের সমস্যায় পড়তে হলেও বার্লিনের কয়েকটি জেলার কিছু ভোটকেন্দ্রে ছিল একেবারে উল্টো চিত্র৷ সেখানে ছিল অনেক অতিরিক্ত ব্যালট৷ নির্বাচন কর্মকর্তাদের ভুলে এক জেলার ব্যালট চলে গিয়েছিল আরেক জেলার বেশ কিছু ভোট কেন্দ্রে৷
অপ্রস্তুত ভোটকেন্দ্র
জাতীয় সংসদ, স্থানীয় পরিষদ এবং বার্লিনের প্রধান আবাসন কোম্পানিগুলোকে নিয়ে গণভোট- একসঙ্গে আসলে তিন তিনটি ভোট হয়েছে গত ২৬ সেপ্টেম্বর৷ তিন ধরনের ব্যালট পেপার নিয়ে ভোটাররা বিড়ম্বনায় পড়তে পারেন- তা তাই অনুমিতই ছিল৷ ভোটারদের সহযোগিতায় বাড়তি উদ্যোগ গ্রহণের নির্দেশনাও দিয়েছিল বার্লিনের নির্বাচন কর্তৃপক্ষ৷ কিন্তু ভোটের দিনে অনেক কেন্দ্রই ছিল একেবারে অপ্রস্তুত৷ পরিস্থিতি সামাল দেয়ার জন্য অনেক জায়গায় জরুরি ভিত্তিতে অতিরিক্ত বুথও খুলতে হয়েছে৷ ব্যালটের ঘাটতি পূরণ করতে অন্য কেন্দ্রের সহায়তাও নিতে হয়েছে অনেক ক্ষেত্রে৷
‘আপোষের' ভোট
তিন ধরনের ভোটের ‘ব্যালট-জটিলতা' এড়াতে কিছু ভোট কেন্দ্রে শুধু জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেয়ার শর্তে ভোটারকে প্রবেশ করতে দেয়া হয়৷ অনেক ক্ষেত্রে সন্ধ্যা ছয়টার মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিতদের ভোট দিতে দেয়ার নিয়ম থাকলেও তাদের ফিরিয়ে দেয়ার অভিযোগও পাওয়া গেছে৷
ম্যারাথনের বাধা
ভোটের দিনে আন্তর্জাতিক ম্যারাথন আয়োজনের অনুমতি দিয়ে আগেই সমালোচনার মুখে পড়েছিল বার্লিনের নগর ও নির্বাচন কর্তৃপক্ষ৷ পরে সমালোচনা আরো তীব্র হয়েছে৷ যেসব কেন্দ্রে ব্যালট পেপারের সংকট দেখা দিয়েছিল সেসব কেন্দ্রে জরুরি ভিত্তিতে ব্যালট পাঠানোর উদ্যোগ নিয়েও অনেক ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়নি৷ ম্যারাথনের রুট এড়িয়ে যেতে যেতে দেরি হয়ে যাওয়ায় কোনো কোনো ভোট কেন্দ্রের বেশ কিছু ভোটারকে ভোট না দিয়েই ফিরে যেতে হয়৷
‘এত ভুল এবং এত অবহেলা আগে দেখিনি'
নির্বাচনে ঢালাও কারচুপি হয়েছে- এমন অভিযোগ ওঠেনি৷ তা সত্ত্বেও বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির প্রফেসর ক্রিস্টিয়ান পেস্তালোৎসা বলেন, ‘‘সেদিন (ভোটের দিন) আমিও আর দশজনের মতো বেশ আতঙ্কিত এবং বিস্মিত হয়েছিলাম৷ কারণ, আগে কোনো নির্বাচনে এই পরিমাণ ভুল বা অবহেলা দেখা যায়নি... অন্তত আমি তো কখনো দেখেছি বলে মনে করতে পারছি না৷''
তিনি আরো বলেন, ‘‘ব্যাপারটা খুব মারাত্মক, কারণ, এটা (নির্বাচন) আমাদের জন্য পেশাদার রাজনীতিকে প্রভাবিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়৷ তাই এমন ভুল আর কখনো হবে না- এ দাবি তোলার অধিকার আমাদের আছে৷'' বার্লিনের নির্বাচনে এত ভুলের ছড়াছড়িকে ‘বিপর্যয়' হিসেবেও উল্লেখ করেছেন তিনি৷
প্রধান নির্বাচন কর্মকর্তার পদত্যাগ
বার্লিনে মোট ভোট কেন্দ্র ২২৪৫টি৷ এর মধ্যে ১০০-র মতো ভোট কেন্দ্রে অনিয়ম বা ত্রুটি-বিচ্যুতির খবর পাওয়া গেছে৷ সুষ্ঠুভাবে ভোট পরিচালনায় ব্যর্থতার দায় স্বীকার করে নির্বাচনের তিনদিন পর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বার্লিন নির্বাচন কর্তৃপক্ষের প্রধান পেত্রা মিশায়েলিস৷
মেয়রের স্বীকারোক্তি
বার্লিনের বিদায়ী মেয়র মিশায়েল ম্যুলার মনে করেন, যে পরিমাণ অনিয়ম হয়েছে তা নির্বাচনের ফলাফল বদলে দেয়ার জন্য যথেষ্ট নয়৷ তবে এটা যে কোনো সান্ত্বনা হতে পারে না তা স্বীকার করেছেন তিনি, ‘‘এ কথা স্বীকার করতেই হবে যে, আমাদের অনুমান ভুল হয়েছে, আমাদের পরিকল্পনাতেও ভুল ছিল৷''
বেন নাইট/এসিবি