1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়ন্স লিগ

১৯ এপ্রিল ২০১২

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমি-ফাইনালে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিয়েও স্বপ্নের জাল বুনছে চেলসি৷ বুধবার রাতে যুক্তরাজ্যের স্ট্যামফোর্ড ব্রিজ মাঠে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে একমাত্র গোলটি করেন দিদিয়ের দ্রগবা৷

https://p.dw.com/p/14gtO
ছবি: Reuters

চেলসির বিরুদ্ধে জয় পেতে প্রাণপণ লড়েছে বার্সা৷ মাঠে ফুটবলের উপর ৭২ শতাংশ দখলই ছিল বার্সেলোনার লড়াকুদের৷ তবে সুযোগের পর সুযোগ পেয়েও একটি গোলও দিতে পারেনি তারা৷ অন্তত ২৪ বার গোলের জন্য বল নিয়ে প্রায় লক্ষ্যে পৌঁছে গেলেও চেলসির শক্ত প্রতিরক্ষা ব্যুহ ভেদ করে জাল পর্যন্ত বল পাঠাতে পারেনি কেউ৷ অন্যদিকে, চেলসির দখলে ছিল খেলার মাত্র ২৮ শতাংশ৷ এর মধ্যেই ৩৪ বছর বয়সি দিদিয়ের দ্রগবা প্রথমার্ধে রামিরেজের তুলে দেওয়া বল একেবারে বার্সার জাল ছুঁইয়ে দেন৷

Champions League Halbfinale FC Chelsea FC Barcelona
ম্যাচার নায়ক দ্রগবাছবি: AP

এই জয়ের পর দ্রগবার মন্তব্য, ‘‘এটি ছিল একটি ভালো খেলা৷ এখন আমরা সেমি-ফাইনালের দ্বিতীয় খেলায় ভালো করে দলকে ফাইনালে নিয়ে যেতে চাই৷ এই খেলাগুলো আমি খুব উপভোগ করছি৷ আমাদের খুব খারাপ সময় যাচ্ছিল, তবে এখন আমরা জয় পেতে শুরু করেছি৷''

বুধবারের খেলা চেলসি'র সেরা খেলাগুলোর একটি বলে মন্তব্য করেন অধিনায়ক জন টেরি৷ তিনি আরো বলেন, ‘‘আমাদেরকে খুব ধৈর্যের সাথে এগোতে হবে৷ তারা একটি শক্ত বিপক্ষ৷ তাই আমাদেরকে মধ্য মাঠে খুব কঠোরভাবে লড়তে হয়েছে৷ দিদিয়ের অক্লান্ত পরিশ্রম করে তার সামনের দিকটা নিয়ন্ত্রণ করেছে৷ সে যেন ঠিক ট্রোজানের মতো ভূমিকা পালন করেছে৷''

দলের জয়ে খুশি চেলসির ব্যবস্থাপক রোবার্তো দি মাতিও খেলোয়াড়দের ভূয়সি প্রশংসা করেছেন৷ তিনি বলেন, ‘‘এটা আমাদের জন্য খুব বড় পাওয়া৷ বার্সেলোনার সাথে খেলার অর্থই হচ্ছে রক্ষণভাগ খুব শক্ত রাখতে হবে, তাদের আক্রমণ ঠেকাতে হবে এবং সুযোগ পেলেই তা ঠিকভাবে কাজে লাগাতে হবে৷''

ফাইনালে পৌঁছাতে হলে চেলসিকে আগামী সপ্তাহে ক্যাম্পনাউ'তে অনুষ্ঠিতব্য সেমি-ফাইনালের দ্বিতীয় খেলায় জিততে হবে৷ আর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী মাসে মিউনিখে৷ বুধবারের চেলসির খেলা দেখে শেষ পর্যন্ত বার্সা কোচ পেপ গুয়ার্দিওলাও স্বীকার করেছেন যে, এই ফল চেলসিকে ফাইনালের জন্য অন্যতম ফেভারিট বানিয়ে দিয়েছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য