1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-পাকিস্তান

১৫ আগস্ট ২০১৬

ভারত-পাকিস্তানের বাকযুদ্ধ নতুন বিষয় নয়৷ কিন্তু ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভাষণে সে দেশের প্রধানমন্ত্রী যেভাবে সরাসরি পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটের উল্লেখ করলেন, তা অভূতপূর্ব ঘটনা৷

https://p.dw.com/p/1JiHy
নরেন্দ্র মোদী
ছবি: Getty Images/AFP/P. Singh

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক হিংসার ঘটনা নিয়ে পাকিস্তান বিভিন্ন পর্যায়ে একের পর এক কড়া মন্তব্য করে চলেছে৷ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের সময়েও দুই দেশের শীতল সম্পর্কের স্পষ্ট পরিচয় পাওয়া গেছে৷ সেই শীতল পরিবেশ কাটিয়ে তুলতে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির আসন্ন পাকিস্তান সফরের সময় ‘উষ্ণ অভ্যর্থনা'-র অঙ্গীকার করেছে পাকিস্তান৷ তবে উত্তেজনা যে কমার কোনো লক্ষণ নেই, তা স্পষ্ট হয়ে গেল ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে৷

ভাষণে মোদী বলেছেন, ‘‘আমি বালুচিস্তান, গিলগিট, বাল্টিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর সম্পর্কে কিছু কথা বলতে চাই৷ বালুচিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে নিপীড়ন চলছে, সে বিষয়ে গোটা বিশ্বকে পাকিস্তানের উত্তর দেবার সময় এসে গেছে৷'' তিনি আরও বলেন, এই সব এলাকার মানুষ গত কয়েক দিনে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে৷ তারা যে ভারতের সমর্থন চাইছে, এটা অত্যন্ত গর্বের বিষয় বলে ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন৷ এমনকি পেশোয়ার হামলায় নিষ্পাপ শিশুদের মৃত্যুর ঘটনারও উল্লেখ করেন মোদী৷

এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ের উল্লেখ করলেন৷ সে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফসহ প্রশাসনের অনেক প্রতিনিধি যেভাবে সম্প্রতি কাশ্মীর প্রসঙ্গে কড়া বক্তব্য রেখে আসছেন, পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতির উল্লেখ করার পদক্ষেপকে তারই জবাব হিসেবে দেখছেন অনেক বিশেষজ্ঞ৷ উল্লেখ্য, কাশ্মীর নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাবকে নস্যাৎ করে ভারত সন্ত্রাসবাদসহ বিভিন্ন বিষয়ে আলোচনার পালটা প্রস্তাব দিয়েছে৷

১৪ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারতে পাকিস্তানের রাষ্ট্রদূত আবদুল বাসিত ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের স্বাধীনতা নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন৷ হাই কমিশন ভবনে পতাকা উত্তোলনের সময়ে তিনি বলেন, ‘‘এবারের স্বাধীনতা দিবসের দিনটি আমরা কাশ্মীরের স্বাধীনতা দিবসের জন্য উৎসর্গ করছি৷''

এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্বাধীনতা দিবসের দিনে একাধিক হামলার খবর পাওয়া গেছে৷ সশস্ত্র জঙ্গিরা দু'টি পুলিশ স্টেশনের উপর হামলা চালিয়েছে বলে পুলিশ জানিয়েছে৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)