বাস কেড়ে নিল বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকের জীবন
১৪ অক্টোবর ২০২১নাজিরপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ দুর্ঘটনাটি পিরোজপুরের নাজিরপুর উপজেলার কবিরাজবাড়ি এলাকার ঢাকা-পিরোজপুর মহাসড়কে ঘটেছে বলে জানিয়েছেন৷
পিরোজপুর শহরের শেখপাড়া এলাকার কাজী মজিবর রহমানের৩৪ বছর বয়সি ছেলে কাজী মসিউর রহমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন৷ শিক্ষকের স্ত্রী শিফাত আরা মৌ এব সাত বছর বয়সি ছেলে কাজী মন্ময় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷
মসিউর রহমান স্ত্রী ও ছেলেকে নিয়ে ভ্যানে করে গোপালগঞ্জ যাওয়ার পথে ইমাদ পরিবহনের একটি বাস তাদের ভ্যানকে চাপা দিলে তিনজনই আহত হন বলে জানান পপি নামে নিহতের এক আত্মীয়৷ মসিউর রহমানকে আহত অবস্থায় প্রথমে পিরোজপুর হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে এবং তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি৷
বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মসিউর রহমানের লাশ দুর্ঘটনার রাতেই তার নিজ বাড়ি পিরোজপুরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)